খুচরো বাজারের পর পাইকারি বাজারের সূচকও জানাচ্ছে খাদ্যসামগ্রীর দাম বাড়ছে চড়া হারে। পাইকারি বাজারে খাদ্যসামগ্রীর দাম বাড়ার হার মার্চে ছিল ৪.৬৫ শতাংশ। এপ্রিলে এই হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৫.৫২ শতাংশে।
মঙ্গলবার এপ্রিলে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির তথ্য বের করছে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক। সোমবার খুচরো বাজারের তথ্য বের হয়েছিল। খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৮.৭০ শতাংশ।
পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে সব দ্রব্যের মূল্যবৃদ্ধির হার এপ্রিলে ১.২৬ শতাংশ। গত ১৩ মাসে পাইকারি মূল্যসূচক সর্বোচ্চ হয়েছে এপ্রিলে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ‘‘খাদ্যসামগ্রী, বিদ্যুৎ, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, তৈরি খাদ্য দ্রব্য এবং কারখানায় উৎপাদিত অন্য দ্রব্যের দাম বেড়েছে বলেই সূচক ওপরে উঠেছে এপ্রিলে।’’
সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মন্তব্য, ‘’১৩ মাসে সর্বোচ্চ মাত্রায় পাইকারি বাজারের মূল্য সূচক। মোদী অর্থনীতিকে ধ্বংস করছেন। একদিকে খাদ্যের দাম চড়চড়িয়ে বাড়ছে, কারখানা উৎপাদন ক্ষেত্র চলছে খুঁড়িয়ে। আরেকদিকে প্রকৃত মজুরি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এর ওপর আবার বেড়ে চলেছে জ্বালানির খরচ। মোদী সরকার জনতার জীবনজীবিকাকে ধ্বংস করে দিচ্ছে।’’
সোমবার খুচরো বাজার, মানে যে বাজার থেকে আমজনতা কেনাকাটা করে, তার তথ্য প্রকাশ করেছিল কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক। দেখা গিয়েছে খাদ্যের মূল্যবৃদ্ধি কমেনি এপ্রিলেও। গত বছরের এপ্রিলের তুলনায় দাম বেড়েছে ৮.৭০ শতাংশ হারে। ভয়াবহ হারে বেড়েছে সবজির দাম। গত বছরের তুলনায় বৃদ্ধির হার ২৭.৮০ শতাংশ। ক্রেতা মূল্য সূচকের নিরিখে হিসেব করা হয়েছে মূল্যবৃদ্ধির হার।
INFLATION YECHURY
পাইকারি বাজারে দামের হার ১৩ মাসে সর্বোচ্চ, জীবিকা ধ্বংস, প্রতিক্রিয়া ইয়েচুরির
×
Comments :0