গুলির লড়াইয়ে দশ মাওবাদী নিহত হয়েছে বলে জানালো, সুরক্ষা বাহিনী। ছত্রিশগড়ের কোনটায় হয়েছে এই গুলির লড়াই।
গত মাসেই একত্রিশ জন নিহত হয়েছিল গুলির লড়াইয়ে। সুরক্ষা বাহিনী জানায় নিহতরা সকলেই মাওবাদী। ওই ঘটনা ছিল দাঁতেওয়াড়ার।
পুলিশ জানিয়েছে শুক্রবার সকাল থেকে চলছে গুলির লড়াই। তিনটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে।
ছত্তিশগড়ে এমন অপারেশনকে বারবার সাফল্যই বলেছেন প্রশাসন। কিন্তু বিভিন্ন সময়েই মাওবাদী দমন অপারেশনের নামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উঠেছে। বনাঞ্চলে খনি এলাকায় শনির জন্য আদিবাসীদের ছেলের অভিযোগও রয়েছে।
কোনটার ঘটনায় পুলিশ বলেছে ওড়িশা থেকে ছত্রিশগড়ে বনাঞ্চলে ডুকেছে মাওবাদীদের বাহিনী। খবর পেয়ে শুরু হয় অপারেশন।
Chattisgarh Maoist
ছত্তিশগড়ে নিহত ১০ মাওবাদী, দাবি বাহিনীর
×
Comments :0