Malbazar

দড়ি দিয়ে বাঁধা ১৩ ফুটের অজগর, ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা

জেলা

চা বাগানে অজগরকে বাঁধা হল দড়ি দিয়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটা। রবিবার মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ফ্যাক্টরির সামনে গরুর মতো বেধে রাখা হল একটি ১৩ ফুটের অজগরকে। এরপর সেই সাপ উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 
জানা গেছে, এদিন চা বাগানের বাইশ নম্বর সেকশনে শ্রমিকেরা যখন চা পাতা তোলার কাজ করছিলেন তখন বিশাল এই অজগর সাপটিকে তারা চা গাছের তলায় দেখতে পান। আতঙ্কে সেখান থেকে সরে পড়েন তাঁরা। প্রায় আধঘন্টা ওই সেকশনে কাজ বন্ধ থাকে। এরপরই বেশ কিছু শ্রমিক সাহস করে সাপটিকে ধরে দড়ি দিয়ে গলার কাছে বেধে চা বাগানের ফ্যাক্টরির সামনে এনে রাখে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে বাধন মুক্ত করে নিয়ে যায়। সাপটিকে প্রাথমিক চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এভাবে সাপকে বেধে রাখার ঘটনায় ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। মালবাজারের পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র এবং চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, ‘‘এভাবে কোন সাপ জাতীয় প্রাণীকে বেধে রাখা উচিত নয়। এতে সাপের শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যা হতে পারে। এনিয়ে ওই এলাকায় সচেতনতা বাড়াতে হবে।’’

Comments :0

Login to leave a comment