NEW JANA AJANA NATUNPATA

নতুনপাতা জানা অজানা / বর্ধমানের কবি ত্রয়ী

ছোটদের বিভাগ

NEW  JANA AJANA  NATUNPATA 2 JUNE

 

জানা অজানা

বর্ধমানের কবি ত্রয়ী


তপন কুমার বৈরাগ্য

কুমুদরঞ্জন মল্লিকের সমসাময়িক আর
দুই পূর্ববর্ধমান জেলার কবি হলেন দুঃখবাদী
কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং কবি শেখর 
কালিদাস রায়। সবচেয়ে অবাক করার বিষয় 
তিনজন কবিই একই দশকে জন্মগ্রহণ 
করেন এবং বর্ধমান  
জেলাতেই (পূর্ববর্ধমানে)  জন্ম
গ্রহণ করেন। এদের মধ্যে কুমুদরঞ্জন মল্লিক
বয়সে একটু বড়। কুমুদরঞ্জন মল্লিক কোগ্রামে 
৩রা মার্চ ১৮৮৩ সালে জন্মগ্রহণ করেন।
কবিশেখর কালিদাস রায় ১৮৮৯সালের ২২শে
জুন কড়ুই গ্রামে জন্মগ্রহণ  
করেন।


অপরদিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত ২৬শে জুন 
১৮৮৭ সালে পাতিলপাড়ায় জন্মগ্রহণ করেন। 
তিনজন কবিই জগত্তারিণী পুরস্কার পেয়েছিলেন। 
কুমুদরঞ্জন মল্লিক এ ছাড়াও বঙ্কিমচন্দ্র সুবর্ণ পদক
এবং যে বছর মারা গেছেন সে বছরে  
অর্থাৎ ১৯৭০ 
সালের ২১শে এপ্রিল ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার 
পান। তিনি ছিলেন শিক্ষক কবি। মাথরুন 
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এই কবিকে আমরা হারাই ১৯৭০ সালের ১৪ই 
ডিসেম্বর, 
 

কবিশেখর কালিদাস রায়ও  
ছিলেন শিক্ষক কবি। 
তিনি বড়িশা উচ্চবিদ্যালয়ে এবং কলকাতা 
মিত্র ইনস্টিটিউশনে শিক্ষক করেন।
এই দুজন কবির কাব্যে পল্লীজীবন ও বৈষ্ণব
ভাবধারা ফুটে উঠেছে। তিনি জগতারিণী ছাড়াও
সরোজিনি স্বর্ণপদক, বিশ্বভারতীর  
দেশিকোত্তম
ও রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এই কবিকে 
আমরা হারাই ২৫শে অক্টোবর ১৯৭৫ সালে। 
দুজন কবিই প্রায় ৮৭ বছর বেঁচে ছিলেন।
যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন দুঃখবাদী কবি। 
তিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। তাকে আমরা
হারাই ১৯৫৪ সালের ১৭ই সেপ্টেম্বর।
তুলনামূলকভাবে তিন কবির মধ্যে যতীন্দ্রনাথ
প্রায় ২০বছর কম বেঁচে ছিলেন। এই তিনি কবি 
শুধু বর্ধমান জেলাকে নয়, সারা ভারতবর্ষকে 
কাব্যধারায় রাঙিয়ে দিয়ে গেছেন।

 

Comments :0

Login to leave a comment