আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল রবিবার অভিযোগ করেছেন যে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ আপ নেতাদের গ্রেপ্তার ও জেলে ঢোকাতে ‘‘অপারেশন ঝাড়ু’’ শুরু করেছেন। পরে স্বাতী মালিওয়ালকে মারধরের অভিযোগে তাঁর সহযোগী বিভব কুমারের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লিতে বিজেপির সদর দপ্তরের অভিমুখে মিছিল করেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি অফিসে মিছিল করার ডাক দেওয়ার পরে বিজেপি অফিসের বাইরে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।
কিন্তু কেজরিওয়াল বিজেপি কার্যালয়ের বাইরে পৌঁছনোর প্রায় ৩০ মিনিট পরেই মিছিল শেষ হয়ে যায়।
দলীয় কার্যালয়ে আপ কর্মী ও নেতাদের উদ্দেশে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী ‘অপারেশন ঝাড়ু’ শুরু করেছেন যাতে আমরা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে না উঠি। ‘অপারেশন ঝাড়ু’র মাধ্যমে আপের বড় নেতাদের গ্রেপ্তার করা হবে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আগামী দিনে আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে’’।
ইডির আইনজীবী ইতিমধ্যেই আদালতে এই বিবৃতি দিয়েছেন যে নির্বাচনের পরেই আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। তিনি বলেন যে, ‘তারা যদি এখন আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় তবে আমরা মানুষের সহানুভূতি পাব... নির্বাচনের পর তারা আমাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে, আমাদের অফিস খালি করে দেওয়া হবে এবং আমাদের রাস্তায় নামানো হবে। এই তিনটি পরিকল্পনা বিজেপি তৈরি করেছে’।
এদিন দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকজন আপ কর্মী বিজেপি সদর দপ্তরের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
Arvind Kejriwal Slams PM
বিজেপির বিরুদ্ধে আজ দিল্লিতে আম আদমি পার্টির বিক্ষোভ
×
Comments :0