ISL 2023-24 Final

মোহনবাগানকে স্বপ্ন দেখাচ্ছেন হাবাস

খেলা

হাতে মাত্র আর কয়েকটি ঘন্টা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ খেলতে নামবে দুই হেভিওয়েট দল। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের হাতছানি সবুজ মেরুনের সামনে। লক্ষ্য আইএসএল ট্রফি। একদিকে মোহনবাগান সুপারজায়ান্টস অন্যদিকে, গতবারের শিল্ড জয়ী দল মুম্বাই সিটি এফসি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে মরিয়া সকলেই। অনলাইনে টিকিট হাউসফুল হয়ে গেছে। মিটছে না টিকিটের হাহাকার। 
গতবারের মতো এবারও খেতাব ধরে রাখতে চায় মোহনবাগান শিবির। দলের সকল ফুটবলারদের নিয়ে কঠোর অনুশীলন করাচ্ছেন সহকারী কোচ ম্যানুয়েল। আন্তোনিয়ো লোপেস হাবাসের সামনে আইএসএল ফাইনাল। অতীতে দু’বার এই ট্রফি জেতার সৌভাগ্য হয়েছে তাঁর। কোচ হিসাবে তৃতীয় বার এই ম্যাচে নামার আগে হাবাসের মনে হচ্ছে, এই ম্যাচ অন্য রকম হবে। দর্শক আলাদা কোনো প্রভাব ফেলতে পারবে না। বরং আলাদা উৎসাহ পাব আমরা। তবে দারুণ পরিবেশ হবে। আমাদের নির্দিষ্ট লক্ষ্য রেখে খেলতে হবে। সংখ্যায় হয়তো আমরা পিছিয়ে থাকব। কিন্তু লড়াই করব আমরা। কোচের বক্তব্য, "আমার কাজ বিক্রমপ্রতাপ, ছাংতের থেকে ওদের সেরাটা বের করে আনা। সবাই প্রচুর খেটেছে। গোটা মরসুম খুব ভাল কেটেছে আমাদের। ট্রফি জিতে ভাল ভাবে শেষ করতে চাই।" 
প্রতিপক্ষের কোচ এবং ফুটবলারদের সম্পর্কে সমীহের সুর শোনা গেল পিটারের গলায়। জানালেন, "কারোর জন্য আলাদা করে কোনো পরিকল্পনা করিনি। হাবাস খুব ভাল কোচ। আমরা আমাদের নিজস্ব খেলাটা খেলব। প্রচণ্ড গরম। তবে দুই দলের কাছেই একই আবহাওয়া। দুজনের কাছেই কঠিন লড়াই। গরম সামলে নিজের খেলা খেলাটাই আমাদের কাজ।"
৩ বছর আগে মুম্বাইয়ের কাছে আইএসএল ফাইনালে হেরে গিয়েছিল মোহনবাগান। মুম্বই-মোহনবাগানের আইএসএল ফাইনালে দুটো টিম মোট ২৫বার মুখোমুখি হয়েছে। মোহনবাগান জিতেছে ৭বার। মুম্বাই জয়ী হয়এছে ১১ বার। ড্র হয়েছে ৭টা ম্যাচ। 
বৃত্ত সম্পূর্ণ করতে চান আন্তেনিও লোপেজ হাবাস। মরসুমটা ডুরাণ্ড কাপ জয় দিয়ে শুরু করলেও আইএসএলের মাঝপথে সবুজ মেরুন নৌকা দিগভ্রান্ত হয়ে পড়েছিল। চলতি মরসুমের মাঝপথে মোহনবাগান সুপারজায়ান্টের হাল ধরে ছিলেন তিনি। হাবাস এলেন এবং জুয়ান ফেরান্দোর হাত থকে কোচিংয়ের ব্যাটন নিয়ে দলকে বদলে দিলেন। আইএসএলে একসময় টানা চার হারে বিধ্বস্ত বাগানে সাফল্যের আলো জ্বাললেন। ডুরাণ্ড কাপ জয় আগেই সম্পূর্ণ হয়েছিল। এবার অধরা লিগ শিল্ড জয়ের স্বপ্নও পূর্ণ হয়েছে। এবার পরপর দুবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। মোহনবাগান সুপারজায়ান্ট সমর্থকরা মাঠে বসে প্রিয় দলের চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী থাকতে চাইছেন। চলতি মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলে মোহনবাগান সুপারজায়ান্ট ত্রিমুকুট জয়ের কৃতিত্ব দেখাবে। চারবার ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন কোচ হাবাস। বিশেষজ্ঞরা বলছেন আইএসএল এবং হাবাস সমার্থক। সবচেয়ে বেশি আইএসএল ম্যাচ জয়ের কৃতিত্ব পকেটে রাখা হাবাস চলতি আইএসএল ফাইনালের আগে সতর্ক। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। তাই মোহনবাগান সুপারজায়ান্ট সতর্ক। অনেকেই বলছেন আইএসএল ফাইনাল শুধু ম্যাচ নয়,মোহনবাগান সুপারজায়ান্টের কাছে বদলার সুযোগ। হাবাস বলছেন বদলা কথাটা শুনলে মাফিয়া মাফিয়া মনে হয়। তাই বদলা নয়। এটা ফুটবল। নতুন একটা দিন।  আমরা ফাইনালটা জিততে চাই। চ্যাম্পিয়ন হতে চাই।’
মুম্বই সিটি এফসি কোচ ক্রাতকি বলছেন চাপে থাকবে মোহনবাগান সুপারজায়ান্ট। বিষয়টি মানতে রাজি নন সবুজ মেরুন। প্রচণ্ড গরমে আইএসএল ফাইনাল খেলা। নক আউট ম্যাচ মানে অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের সম্ভাবনা থাকে।  হাবাস প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে বলছেন, “আমি তো ম্যাচটা ৪৫ মিনিটে শেষ করতে চাই। প্রচণ্ড গরমে খেলা সবসময়ই কষ্টকর। তবে এটা ফুটবল। আগে থেকে বলা সম্ভব নয়। চাইব নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে।”

Comments :0

Login to leave a comment