প্রয়াত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রনো। রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে শুক্রবার রাত ২টা ৫ মিনিটে মারা গেছেন। রনোর মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিপিবি'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
প্রবীণ এই বামপন্থী নেতা ধানমন্ডিতে নিজের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থবোধ করলে তাঁকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। তাঁর তীব্র শ্বাসকষ্ট ছিল।
মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক।
২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাঁকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।
বনেদী পরিবারে জন্ম নিয়ে ম্যাট্রিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য দেখিয়েও সহজ এক জীবন না কাটিয়ে তিনি জীবনকে করে তুলেছিলেন কঠিন সংগ্রামের। রনোর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট কলকাতায়। তার আদি বাড়ি ছিল নুড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রাম।
তিনি যশোর জেলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল ও সেন্টগ্রেগরি স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৫৮ সালে সেন্টগ্রেগরি স্কুল থেকে এসএসসি এবং ১৯৬০ সালে নটরডেম কলেজ থেকে এসএসসি পাশ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে ততদিনে রাজনীতিকে নিজের জীবনের পাথেয় করে নিয়েছেন রনো। কারাবাসের কারণে স্নাতক ডিগ্রি নিতে পারেননি। কারাগারে থেকে পরীক্ষা দিয়ে এলএলবি ডিগ্রি নিয়েছিলেন। কিন্তু আইন পেশাতেও যাননি। রাজনীতির পাশাপাশি লেখালেখি এতেই জড়িয়ে রাখেন নিজেকে। হাইকোর্টের সনদও লাভ করেছিলেন তিনি। কিন্তু পরে ওকালতি পেশা গ্রহণ করেননি।
Comrade Haider Akbar Khan Rano's Demise
কমরেড হায়দার আকবর খান রনোর জীবনাবসান
×
Comments :0