ডিজিটাল ক্রাইমের তদন্তে নেমে আরও দুজনকে বিশাখাপত্তনম থেকে গ্রেপ্তার করলো কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। সোমবার কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
উল্লেখ্য, জানুয়ারি মাসের ৮তারিখ সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ডিজিটাল অ্যারেস্টের ভীতি প্রদর্শন করা হয়। ২লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রতারণা চক্রের বিরুদ্ধে। এই অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোনের সামনে বসিয়ে রাখা হয় টানা ৭২ঘণ্টা। শেষমেশ বিশাখাপত্তনম থেকে পিল্লা নানি নামে এক প্রতারককে গ্রেপ্তার করে কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ। এই পিল্লা নানির আরও দুজন সহকর্মী বারলা শেখর (৩০) এবং সাখালা মহেশ(৩২)কে বিশাখাপত্তনম থেকে গ্রেপ্তার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম পুলিশ বলে এদিন জানান জেলা পুলিশ সুপার। তিনি বলেন, প্রথম গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের তথ্য পাওয়া যায়। এরপর কোচবিহার ক্রাইম পুলিশের একটি টিম শনিবার বিশাখাপত্তনম থেকে এই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান তিনি।
এই ধরনের বিভিন্ন ঘটনার সাথে জড়িত রয়েছেন এরা, তার সমস্ত রেকর্ড পুলিশের হাতে এসেছে বলে জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এই অপরাধের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তার তদন্ত চালাচ্ছে পুলিশ বলে তিনি জানান।
Digital Arrest Case
সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার আরও ২

×
Comments :0