খাল বিল উৎসব থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙ্গা গ্রামে এসটি কে কে সড়কে। পূর্বস্থলী ১ নম্বর ব্লক খাল বিল উৎসব থেকে বাইকে বাড়ি ফিরছিল নিচু চাপাহাটির সমীর মন্ডল ওরফে রকি(১৯)এবং বিক্রম বিশ্বাস। তুলসী ডাঙ্গা গ্রামের কাছে অন্য আরেকটি দুই আরোহী বিশিষ্ট বাইকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। অন্য বাইকে ছিলেন নদীয়ার নবদ্বীপ পৌরসভার প্রফুল্ল নগরের দুই বাসিন্দা কুশল দাস(১৯) এবং বিভাস কর্মকার(২৪)। সংঘর্ষের পর চারজনকেই উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর সমীর মন্ডল ওরফে রকি, কুশল দাস এবং বিভাস কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন। বিক্রম বিশ্বাস গুরুতর আহত অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার কালনা হাসপাতালে তিনটি মৃতদেহেরই ময়নাতদন্ত করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে মৃত সমীর মন্ডল একজন আইটিআই ছাত্র এবং মৃত কুশল দাস ও বিভাস কর্মকার মাটির গহনা তৈরির কারিগর।
Bike Accident
কালনায় বাইক দুর্ঘটনায় মৃত তিন
×
Comments :0