PARIS OLYMPICS

চার নতুন ইভেন্ট এবারের অলিম্পিক্সে

খেলা

অলিম্পিক্স ২০২৪ এর অফিসিয়াল ইনস্ট্রাগ্রাম পেজ থেকে।

২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবারের অলিম্পিক্স এ মোট চারটি ইভেন্টের সংযোজন হচ্ছে। রয়েছে ব্রেকিং বা ব্রেক ডান্সিং, স্কেটবোর্ডিং, সার্ফিং ও স্পোর্টস ক্লাইম্বিং। 
প্রায় দশ বছর আগে থেকে শুরু হয়েছিল প্যারিস অলিপিক্সের প্রস্তুতি। এবারের অলিম্পিক্সে পদকের মোট সংখ্যা প্রায় ৫,০৮৪টি । সোনা, রুপো , ব্রোঞ্জের সঙ্গে চতুর্থ পদক হিসেবে থাকছে লোহা । অন্যবারের তুলনায় এবারে অলিপিক্সে ভারতীয় অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১২০। জন। তাই , এবার আর বেশি পদক আসার সম্ভাবনা রয়েছে ভারতে। 
উদ্বোধনী অনুষ্ঠান হতে চলছে শ্যেন নদীতে। নদীতে জল বেড়ে যাওয়ার কারণে এই অলিপিক্সের উদ্বোধনী অনুষ্ঠানটি ২৪ জুনের বদলে হতে চলেছে ১৬ জুলাই। প্রতিটি পদকে থাকতে চলেছে ফরাসীদের নিজস্ব ঐতিহ্যবাহী ডিজাইন। এইবার দেখার ভারত মোট ক’টি পদক পায়।

Comments :0

Login to leave a comment