Pakistan Air Strikes

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় মৃত অন্তত ৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। তালিবান মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চলে। হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা অঅরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান এমনটাই খবর সংবাদ সংস্থা সূত্রে। এই হামলায় একটি পরিবারের ১৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। আরেকটি পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিমানে এই হামলা চালানো হয়েছে সংবাদ সংস্থার খবর। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংসের সঙ্গে বহু মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছেন। হামলার পর উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। হামলার কারণ স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে তালেবার সরকারের তরফে জানানো তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। একটি বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি পয়েন্টে বোমাবর্ষণ করেছে। হামলার নিন্দা করে বলা হয়েছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। 
বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বারমালের বাসিন্দা মালেল বলেন,‘‘ “বোমা হামলায় দুই বা তিনটি বাড়িতে আঘাত হানে। একটি বাড়িতে, ১৮ জন নিহত হয়েছেন। পরিবারের সকলের মৃত্যু হয়েছে।" তিনি আরও জানান, অন্য একটি বাড়ির বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের এই হামলার পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালিবান।

Comments :0

Login to leave a comment