হাওড়ার বাঁকড়ায় ভয়াবহ আগুন। শুক্রবার রাত সোয়া আটটা নাগাদ একটি কাপড়ের মার্কেটের আগুন লাগর ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলতে থাকে মার্কেটের পাঁচ তলায় কাপড়ের গোডাউন। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁরাই খবর দেয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এমনটাই জানিয়েছেন দমকল কর্মীরা। কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। তবে গুদামে দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে আগুন নিযন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। মার্কেটের বিভিন্ন প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ আগুন নেভাতে সহায়তা নেমে পড়েন।
আচমকাই আগুন লাগার ঘটনায় বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওই মার্কেটের এক ব্যবসায়ী। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে। সঠিক কারণ জানার চেষ্টা করেছেন দমকলের আধিকারিকরা। বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0