SOBONG LAND STRUGGLE

ফের জমির লড়াই, সবংয়ে আছড়ে পড়ল কৃষিজীবীদের বিক্ষোভ

জেলা

সবংয়ের বিএলআরও দপ্তরের সামনে মঙ্গলবার বিক্ষোভ কৃষিজীবীদের। ছবি: চিন্ময় কর

হাইকোর্টের নির্দেশের পরও ভেড়ির জমি ফেরানো হচ্ছে না কৃষিজীবীদের হাতে। বুধবার জমির দাবিতে সবংয়ের বিএলআরও দপ্তরে ভেঙে পড়ল কৃষিজীবী জনতার বিক্ষোভ। 
সবংয়ের রামভদ্রপুর মৌজায় ৮০০ বিঘা তিন ফসলা জমিতে জোর করে ভেড়ি করা হয়েছে। গত ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্ট রায় দেয় যে এই জমিকে আগের অবস্থায়, অর্থাৎ, চাষযোগ্য জমি হিসেবে ফেরত দিতে হবে। কিন্তু ভূমি দপ্তর দু’মাস পার হওয়ার পরও সেই রায় কার্যকর করেনি। 
এদিন তার বিরুদ্ধেই সেই রামভদ্রপুর থেকেই মিছিল করে ৮ কিলোমিটার রাস্তা হেঁটে সবংয়ের বিএলআরও’র দপ্তর পর্যন্ত অভিযান হয়েছে। ব্যারিকেড দিয়েছিল প্রশাসন। ব্যারিকেড সরিয়ে এলাকার দখল নেয় কয়েকশো কৃষক এবং খেতমজুর।

Comments :0

Login to leave a comment