AC Local Bongaon

শিয়ালদহ-বনগাঁ এসি ট্রেনে ভাড়া ১২০ টাকা,পরিষেবা কাল থেকে

রাজ্য জেলা

শিয়ালদহ-বনগাঁ যাতায়াত করা যাবে এসি ট্রেনে। এই পরিষেবা শুরু হচ্ছে শুক্রবার থেকেই। তবে এই দূরত্বে ভাড়া পড়বে ১২০ টাকা। সাধারণ ট্রেনে নিত্যযাত্রীরা যাতায়াত করেন ২০ টাকা ভাড়ায়। রবিবার বাদে সপ্তাহের বাকি দিন মিলবে এই পরিষেবা। 
পূর্ব রেল জানিয়েছে একটি ট্রেন চলবে রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ পর্যন্ত ৷ অন্যটি চলবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৷ রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে ৭টা ৫২ মিনিটে ৷ এরপর বনগাঁ থেকে শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে। আপ এসি লোকাল শিয়ালদহ থেকে সন্ধে ৬টা ১৪ মিনিটে ছেড়ে বনগাঁয় পৌঁছবে রাত  ৮টা ০৪ মিনিটে ৷ এরপর ট্রেনটি রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে বেলা ১২টা ০৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। এরপর কৃষ্ণনগর থেকে বেলা ১টা ৩০ মিনিটে ছেড়ে বিকেল ৩টে ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে৷  
পূর্ব রেল বলেছে, এর মধ্যে চালু এসি লোকাল পরিষেবায় ‘বিপুল সাফল্য ও উচ্চ আসন পূর্ণতার হার বিবেচনায় করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা প্রিমিয়াম যাতায়াত পরিষেবার প্রতি যাত্রীদের প্রবল চাহিদার প্রতিফলন।’ 
পূর্ব রেলের ভাড়ার তালিকা অনুযায়ী শিয়ালদহ–রানাঘাট (বনগাঁ হয়ে) খরচ পড়বে ১৫০ টাকা।  শিয়ালদহ–বনগাঁ খরচ ১২০ টাকা। শিয়ালদহ–বারাসত ভাড়া ৬০ টাকা। শিয়ালদহ–কৃষ্ণনগর ভাড়া ১৪০টাকা। এই এসি লোকাল পরিষেবায় ন্যূনতম ভাড়া ৩৫ টাকা।
 

Comments :0

Login to leave a comment