নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে পাঁচ দিন। এখনও চারপাশ জুড়ে ছড়ানো ধ্বংসস্তূপ। তার মাঝেই চলছে দেহাংশের খোঁজ। শুক্রবার সন্ধ্যার পর খরব পাওয়া গেছে আরও তিনজননের দেহাংশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২৭ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। দেহাংশগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খোঁজ মিলছে না এখনও অনেকের। তাদের খোঁজে ডেকরেটার্স সংস্থার টিনের চাল কেটে সরানো হয় লোহার রড ও অন্যান্য কাঠামো। এখনও ওই ধ্বংসস্তূপের নীচে দেহাশং থাকতে পারে বলে অনুমান পুলিশের। ধ্বংসস্তূপের রয়েছে হাড়গোড়। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয় মোমো তৈরি সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। তাঁদের নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে দুজনকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগেই পুলিশ গ্রেপ্তার করেছে ডেকরেটরের গুদামের মালিক গঙ্গাধর দাসকে। মোমো সংস্থার ম্যানেজার ডেপুটি ম্যানেজার ডেকরেটরের গুদামের মালিক গ্রেপ্তার হলেও ওয়াও মোমো’র কর্ণধাররা এখনও গ্রেপ্তার হয়নি।
নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচদিন পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন তিনি। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ঘোষণা করেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন ‘‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’ তিনি বলেছেন, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে।
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস আনন্দপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন জেলা পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেন, অগ্নিকান্ডের পর ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এখনও প্রর্যন্ত ২৭টি দেহাংশ উদ্ধার হয়েছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা বলা সম্ভব না। দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলেই নিহতদের পরিচয় এবং প্রকৃত মৃতের সংখ্যা জানা যাবে। এখনও চলছে দেহাংশ খোঁজার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
Anandapur Fire
নাজিরাবাদে মৃত বেড়ে ২৭, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
×
Comments :0