Nazirabad Fire

নাজিরাবাদের অগ্নিকাণ্ড, গ্রেপ্তার মোমো সংস্থার দুই কর্মী

রাজ্য কলকাতা

পলাতক থাকার পর গত মঙ্গলবার নাজিরাবাদের ডেকরেটরের গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয় মোমো তৈরি সংস্থার দুই কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মনোরঞ্জন সিট ও রাজা চক্রবর্তী। ধৃতরা হলেন সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে তাঁদের নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তুলে  হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। 
ডেকরেটরের গুদামের মালিক গঙ্গাধর দাস গ্রেপ্তার হয়েছেন। মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার হলেও ওয়াও মোমো’র কর্ণধাররা এখনও গ্রেপ্তার হয়নি। মুখ্যমন্ত্রীর বিদেশসফরের সঙ্গী সেই কারণেই কি তাদের জেরার মুখেও পড়তে হয়নি। উঠছে প্রশ্ন।
ওয়াও মোমোর মালিকের গ্রেপ্তারির দাবি জানানোর পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে সিআইটিইউ’র তরফে।
এমনকি আহত শ্রমিকদের চিকিৎসা ও মৃতদের পরিবারে সর্বোচ্চ ক্ষতিপূরণ ও একজনের চাকরির ব্যবস্থা করার দাবিও তোলা হয়।
সোমবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে পাঁচ দিন। এখনও চারপাশ জুড়ে ছড়ানো ধ্বংসস্তূপ। তার মাঝেই চলছে দেহাংশের খোঁজ। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। খোঁজ মিলছে না ২৭ জনের।

Comments :0

Login to leave a comment