প্রতিম দে
"স্কুলবাঁচাও, মূল বাঁচাও"-এর দাবি নিয়ে শুক্রবার বিকাশ ভবন অভিযান করে এসএফআই। বিকাশভবনের সামনে পৌঁছাতেই এসএফআই'র সাথে প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের। মহিলা কর্মীদের ওপর আক্রমণ পুলিশকে ক্ষমা চাইতে হবে। বর্তমানে বিকাশভবনের সামনেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। এসএফআই নেতৃত্বের দাবি তাদের শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে দিতে হবে। ডেপুটেশন জমা দিতে গেছেন
এসএফআই নেতা প্রণয় কর্য্য়ী সহ বর্ণনা মুখার্জি, আকাশ কর, অনিরুদ্ধ চক্রবর্তী |
এসআইআর'র ফলে হয়রানি হচ্ছে ছাত্র ছাত্রীদের নথিতে বাবা সঙ্গে সঙ্গে মায়ের নাম যুক্ত করার দাবিও এদিন জানায় এসএফআই।
দেবাঞ্জন দে বলেন, "রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নেই। সরকার পোষিত স্কুলগুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা ঢুকছে না। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারি কম্পোজিট গ্রান্টের টাকা ছাড়ছেনা স্কুলগুলিতে। ফলে হানাবাড়িতে পরিণত হচ্ছে স্কুল। স্কুল চলাকালীন সিলিংফ্যান ভেঙে পরে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে। আজকে আমরা বিকাশ ভবন যাচ্ছি এই কথা গুলোই শিক্ষামন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার জন্য।"
Comments :0