ঋতুস্রাবের পর্বে স্বাস্থ্যসম্মত সুবিধাকে মৌলিক অধিকার আখ্যা দিল সুপ্রিম কোর্ট। বিশেষ করে ছাত্রীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে। প্রতিটি স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড এবং শৌচাগারের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা বাধ্যতামূলক ঘোষণা করেছে।
দুই বিচারপতি জেবি পরদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ রায়ের পর্বে উল্লেখ করেন ঋতুস্রাবের পর্বে মহিলাদের সমস্যার মধ্যে ফেলার বহু অভিযোগ রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য এবং কেন্দ্র সরকারের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকেও দায়িত্ব নিতে বলা হয়েছে। বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড দেওয়ার পাশাপাশি দেখতে হবে যাতে শৌচাগার ব্যবহারের পর্যাপ্ত পরিকাঠামো থাকে।
উল্লেখ্য, বহু স্কুলছাত্রীকে ক্ষেত্রে স্কুলে শৌচাগার না থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই পড়াশোনা চালাতে হচ্ছে। উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রেও বহু ঘটনার শিকার মহিলারা। এমনই একটি ঘটনায় মামলা দায়ের হয়েছিল গত বছরের নভেম্বরে।
হরিয়ানার দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে তিন মহিলা সাফইকর্মীকে ঋতুস্রাব চলছে প্রমাণের জন্য স্যানিটারি প্যাডের ছবি পাঠাতে বলা হয়েছিল। সে সময়ে সুপ্রিম কোর্টে বিচারপতি বিভি নাগরত্ন এবং আর মহাদেবন অসন্তোষ জানান। কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে শীর্ষ আদালত বলে ঋতুস্রাবকালীন সমস্যায় ফেলার বহু অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন পিটিশন দায়ের করেছে।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এদিন বলেছে যে ঋতুস্রাবকালীন স্বাস্থ্য মৌলিক অধিকার। সংবিধানের ২১ ধারা অনুযায়ী জীবনের অধিকার এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের অধিকারের অবিচ্ছেদ্য অংশ ঋতুস্রাবকালীন স্বাস্থ্যের অধিকার।
Supreme Court
ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড, শৌচাগারের নির্দেশ সুপ্রিম কোর্টের
×
Comments :0