আগামী ১২ ফেব্রুয়ারি শ্রমিক-বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে ডাকা সর্বভারতীয় শিল্প ধর্মঘটকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলার কার্তিকা চা বাগানে একটি মিছিল সংগঠিত হয়। শ্রমিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে চা বলয়ের বিভিন্ন এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।
“চা বাগান বাঁচাও, মজদুর বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে চা শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি চা বাগানের একাধিক লাইন ও শ্রমিক অধ্যুষিত এলাকা পরিক্রমা করে শ্রমিকদের মধ্যে আন্দোলনের বার্তা পৌঁছে দেয়। মিছিল শেষে একটি পথসভা হয়। যেখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিদ্যুৎ গুন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। মনরেগা আইন বহাল রেখে বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। সেই সঙ্গে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা, ন্যূনতম ৯ হাজার টাকা মাসিক পেনশন চালু এবং বন্ধ চা বাগানগুলি পুনরায় খোলার দাবি তোলা হয়। বন্ধ বাগানগুলিতে ফাউলাই চালু করা ও শ্রমিকদের জমির অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, রাজ্যে মমতা ব্যানার্জির সরকার নানা কৌশলে মোদী সরকারের শ্রমিক-বিরোধী নীতিকেই কার্যকর করার চেষ্টা করছে। শ্রমিকদের অধিকার ক্রমাগত খর্ব করা হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। চা শ্রমিকরা বলেন আগামী ১২ ফেব্রুয়ারি তাঁরা কাজ বন্ধ রেখে ধর্মঘটে অংশগ্রহণ করবেন।
Strike
ধর্মঘটের সমর্থনে চা শ্রমিকের মিছিল
×
Comments :0