NCP Maharashtra

সুনেত্রার উপ-মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন শরদ পাওয়ার

জাতীয়

সুনেত্রা পাওয়ারের উপ-মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন শরদ পাওয়ার। বর্ষীয়ান এই নেতা দাবি করেছেন এই সিদ্ধান্ত এনসিপি’র পাওয়ার পরিবারের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। শরদ বলেন, ‘নতুন উপ-মুখ্যমন্ত্রীর শপথের বিষয় কিছু জানা নেই। বাকিদের মতো সংবাদমাধ্যমের সূত্রেই এই খবর পেয়েছি।’
শরদ পাওয়ারের কথা থেকে স্পষ্ট দুই এনসিপি এক হওয়ার কথা থাকলেও দুরত্ব এখনও স্পষ্ট। ২০২৩ সালে এনসিপিতে ভাঙন দেখা যায়। বড় সংখ্যায় বিধায়ক এবং নেতাদের নিয়ে দল ছাড়ে অজিত। হাত মেলায় বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সাথে। দলের নাম এবং ঘড়ি চিহ্ন ছিল অজিতের কাছেই। আলাদা প্রতীক পায় শরদ পাওয়ার। এনসিপি (শরদ পাওয়ার) দাবি অজিত শরদ ঘনিষ্ট একাধিক নেতার সাথে বার বার কথা বলেছেন দুই এনসিপি এক হওয়ার প্রসঙ্গে। কাকা শরদকে জন্মদিনে দুই দলকে এক করে উপহার নাকি দিতে চেয়েছিলেন অজিত। 
সূত্রের খবর কাকা শরদ পাওয়ারের সাথে জানুয়ারি মাসে এই বিষয় বৈঠকও করেন অজিত। ১২ফেব্রুয়ারি দুই দলের এক হওয়ার কথা ঘোষণা হওয়ারও কথা ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যু এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Comments :0

Login to leave a comment