রবিবার এআইএফএফ বা AIFF ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) -র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সুপার কাপ থেকেই শুরু হবে এই মরশুমের ভারতীয় ক্লাব ফুটবল। তবে এর আগে জানানো হয়েছিল যে সেপ্টেম্বরেই শুরু হবে সুপার কাপ। রবিবার জানানো হয়েছে আগামী ২৫অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ। চলবে ২২নভেম্বর পর্যন্ত। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে আইএসএলের নতুন মার্কেটিং পার্টনারের জন্য টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন। এফএসডিএল ও এআইএফএফ-র মধ্যকার এমআরএ চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অচলাব্যবস্থার নিস্পত্তি ঘটছে ধীরে ধীরে। তারিখের পর তারিখ দেওয়ার পর সুপ্রিম কোর্ট গত ২ সেপ্টেম্বর এই টেন্ডারের বিষয়টি জানিয়েছিল। তার আগে অবশ্য এফএসডিএল এবং এআইএফএফ যৌথভাবে একটি প্রস্তাব পেশ করেছিল সুপ্রিম কোর্টের কাছে। সেই প্রস্তাবে এফএসডিএল নিজের স্বত্বাধিকার ছাড়তে রাজি হয়েছিল। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছিল যে ১২.৫কোটি বকেয়া অর্থ তাদেরকে মিটিয়ে দিতে হবে এআইএফএফকে।সেইমতই তৎপরতার সঙ্গেই কাজ শুরু করে দিয়েছে ফেডারেশন। রবিবার সরকারিভাবে সুপার কাপ শুরুর তারিখ জানতে পারায় স্বাভাবিকভাবেই খুব খুশি ভারতীয় ফুটবলপ্রেমিরা। ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে ভারতীয় ফুটবল।
AIFF Announce That Super Cup Wll Be Held On October
অক্টোবরের শেষ সপ্তাহেই সুপার কাপ

×
মন্তব্যসমূহ :0