কৃষিজীবী জনতা ভেঙে ফেললেন পুলিশের ব্যারিকেড। করণদিঘির ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে পুলিশ তখন হাল ছেড়ে চুপ করে দাঁড়িয়ে।
সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো উত্তর দিনাজপুর জেলার এই প্রান্তেও জমির সমস্যায় নাকাল হচ্ছেন কৃষিজীবীরা। পাট্টায় পাওয়া জমিও বেহাত হয়ে যাচ্ছে। নথি খুঁজতে নাকাল হচ্ছেন ভূমি দপ্তরে এসে। তার প্রতিবাদেই ছিল ডেপুটেশন।
চাষির ঘরে ছেলে লাঙল হাতে কড়া লেগেছে রহুল আমিন, ভাস্কর দাস, সুফল হাসঁদা, বীরু রায়দের৷ চন্দন দাসের এক ধাক্কায় পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে যায়। ‘বিএলআরও’অফিসের সামনে পৌঁছালো কৃষক মিছিল। মঙ্গলবার দুপুরে সারা ভারত কৃষক সভার উদ্যোগে গণ ডেপুটেশন দেওয়া হয় বিএলআরও-কে। ডেপুটেশনের আগে করণদিঘী থানার সামনে থেকে বিশাল মিছিল শুরু হয়। করণদিঘির ভুমি রাজস্ব দপ্তর বাস্তু ঘুঘুদের বাসা। দালালদের হাত দিয়ে জমির রেকর্ড চলছে। এই অব্যবস্থা ভাঙ্গতেই হবে, ওঠে দাবি।
মিছিলে জেলা বামফ্রন্ট নেতা আনোয়ারুল হক, উত্তম পাল, মৈনুল হক অংশ নেন।
কৃষকসভার নেতা সুরজিত কর্মকার বলেন, ‘‘তৃণমূল সরকার আসীন হওয়ার পর থেকে নাকাল হতে হচ্ছে কৃষিজীবীদের। জমির পাট্টা কেটে যাচ্ছে। রেকর্ড পেতে হয়রানির মুখে পড়ছেন মানুষ।’’
বস্তুত রাজ্যের বিভিন্ন প্রান্তেই ভূমি দপ্তরকে ঘিরে একই অভিযোগ। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে পাট্টা , বর্গার নথি লোপাট হয়ে যাচ্ছে। দালালরা দাপিয়ে বেড়াচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদও। এদিন এমন প্রতিবাদ ছিল করণধিঘির ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরে।
কৃষক নেতারা জানিয়েছেন যে আলোচনায় ত্রুটি স্বীকার করেছেন ব্লক ভূমি আধিকারিক। বিভিন্ন এলাকার সমস্যা খতিয়ে দেখার আশ্বাসো দিয়েছেন। কৃষক নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসে আইনসঙ্গত পথেই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন।
KARANDIGHI BL&LRO KISAN SABHA
কৃষিজীবীরা ভাঙলেন ব্যারিকেড, করণদিঘির ভূমি দপ্তরে বিক্ষোভ
×
Comments :0