ASHA PROTEST

ভাতা বাড়ল মাত্র ৭৫০ টাকা, প্রতিবাদ আশাকর্মীদের

রাজ্য

কলকাতায় ১ মার্চ ভাতা বৃদ্ধির দাবিতে এই সমাবেশ করেছিলেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা।

ভাতা মাত্র সাড়ে ৭শো টাকা বাড়িয়েছে রাজ্য। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সম্পাদক সাবিনা ইয়াসমিন বলেছেন, ‘‘দিনভর বিপুল কাজের চাপ নিতে হয় আশা কর্মীদের। কাজের চাপ রোজ বাড়ছে। সেখানে মাত্র ৭৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।’’


বুধবার রাজ্য জানিয়েছেন আশা এবং আইসিডিএস কর্মীদের ভাতা মাসে ৭৫০ টাকা এবং সহায়িকাদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এপ্রিল থেকে এই ভাতা কার্যকর হবে। আশা কর্মীদের ভাতা হচ্ছে ৫ হাজার ২৫০ টাকা। ইয়াসমিন বলেন, ‘‘শ্রম কোড অনুযায়ী আমাদের ৯ হাজার ২১০ টাকা দেওয়ার দাবি জানিয়েছিলাম।’’
১ মার্চ ধর্মতলায় পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ডাকে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ হয়। কর্মসূচিতে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পুলিশের সঙ্গে বহু বাকবিতণ্ডার পর লেবার কমিশনারের কাছে দাবি পেশ করতে দেওয়া হয়। আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন বলেছে, সেই আন্দোলনের প্রচাব পড়েছে। সে কারণে ভাতার ঘোষণা হয়েছে এদিন। কিন্তু দেশের অন্য বহু রাজ্যেই ভাতা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। কর্মী হিসেবে স্বীকৃতি নেই। স্বেচ্ছাসেবক বলে নিয়মিত কর্মীর চেয়েও বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে।
ইয়াসমিন বলেছেন, ‘‘পোলিও বা টিকাকরণ থেকে গর্ববতী মায়েদের দেখভালের নিয়মমাফিক যে কাজ আশাকর্মীদের করার কথা, তা করব। কিন্তু মেলা, খেলা থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে পাঠানো যাবে না। আমাদের মূল কাজের ক্ষতি হচ্ছে। মারাত্মক চাপও বাড়ছে।’’
সংগঠন জানিয়েছে লড়াই জারি থাকবে। কাজ যেমন চলবে তেমনই সঙ্গত দাবি আদায়ের সংগঠিত প্রয়াসও থাকবে।

Comments :0

Login to leave a comment