AWAS YOJNA MALDAHA

আবাস দুর্নীতি: মালদহের ব্লক ব্লকে শুরু হচ্ছে বিক্ষোভ

জেলা

তালিকায় যাদের নাম আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। এমন অভিযোগও উঠছে ২০১৮ ও ২০২২ সালের তালিকায় নাম থাকলেও কোনও টাকা মেলেনি। অথচ অনলাইনে তার নাম পরিষ্কার দেখা যাচ্ছে। মালদহ তার ব্যতিক্রম নয়। 
খেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষ ও সম্পাদক জমিল ফিরদৌস বলেন, ১২ নভেম্বর গাজোল ব্লকে, ১৩ নভেম্বর কালিয়াচক-৩ ব্লকে, ১৮ নভেম্বর পুরাতন মালদহ ব্লকে ও আবাস যোজনার দুর্নীতসহ মানুষের অন্যান্য দাবিকে সামনে রেখে সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন মালদহ জেলার বিভিন্ন ব্লকে বিডিও এবং বিএলএলআরও দপ্তরে অবস্থান বিক্ষোভ স্মারকলিপি প্রদানের কর্মসূচি নিয়েছে। ১৯ নভেম্বর হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে এই কর্মসূচি পালিত হবে।
বাংলায় আবাস দুর্নীতি এখন গোটা রাজ্যে আলোচ্য বিষয়। প্রায় সব জেলাতেই এই আবাস যোজনার দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। 
শ্রমিক, কৃষক এবং খেতমজুর সংগঠনগুলির অভিযোগ, বৈধ উপভোক্তাদের নাম বাদ দিয়ে শাসক দলের অনুগতদের নামে টাকা ঢুকিয়ে সেই টাকা অবাধে লুট হচ্ছে। প্রশাসন নির্বিকার। কোন হেলদোল নেই।
স্বচ্ছতার সাথে প্রকৃত উপভোক্তাদের ঘর দেওয়ার পাশাপাশি গঙ্গা ও অন্যান্য নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, পাট্টা জমি ও নতুন জমি দেওয়ার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।  
বাংলায় আবাস যায় দুর্নীতি এখন গোটা রাজ্যে আলোচ্য বিষয়। প্রায় সব জেলাতেই এই আবাস যোজনার দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠছে।

Comments :0

Login to leave a comment