BOOK TOPIC — SOURAV DUTTA | BANGLA BANAN | NATUNPATA — 2025 JANUARY 8

বইকথা — সৌরভ দত্ত | ছড়ায় ছন্দে বাংলা বানান : নব সংযুক্তির বর্ণাভাস — নতুনপাতা | ২০২৫ জানুয়ারি ৮

ছোটদের বিভাগ

BOOK TOPIC  SOURAV DUTTA  BANGLA BANAN  NATUNPATA  2025 JANUARY 8

বইকথা | নতুনপাতা

ছড়ায় ছন্দে বাংলা বানান : নব সংযুক্তির বর্ণাভাস

সৌরভ দত্ত

শিশু কিশোর থেকে শিক্ষার্থীদের নির্ভুল বানান চর্চার একটি উল্লেখযোগ্য গ্রন্থ অপূর্ব কোলে লিখিত ‘ছড়ায় ছন্দে বাংলা বানান’।দেজ পাবলিশিং প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত বইয়ে বানানের বিবর্তিত রূপটিকে তুলে ধরা হয়েছে।পাঠকদের সার্থে বইয়ে ব্যবহৃত হয়েছে জরুরি ডায়াগ্রাম, রেখাচিত্র।সহজ সরলভাবে প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ বইটি ছন্দময় । ভাষাবিদ অপূর্ব কোলে বইয়ের কথা মুখে বলেছেন–“বাংলা বানান নিয়ে দুই বাংলায় (পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) প্রচুর বই লেখা হয়েছে।” কিন্তু বইটির বেশকিছু বিশেষত্ব চোখে পড়ে।বইয়ে ছড়ার আকারে লেখক বলেছেন –“সবার প্রিয় ‘বর্ণমালা’ বিদ্যাসাগর লিখেছিলেন/‘হাসিখুশি’-র যোগী বাবু বর্ণে বর্ণে ছবি দিলেন/‘সহজপাঠে’ কবিগুরু সঙ্গে নিলেন কাদের কাদের/কোনগুলোকে অবনঠাকুর ধরেছিলেন ছবির ছাঁদে” ।বইয়ে ছড়ানো রয়েছে শিশুদের উপভোগ্য অজস্র ছবি। বিদ্যাসাগরের বর্ণমালাকে তুলে ধরা হয়েছে।সাথে রয়েছে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রদত্ত ‘বাংলা ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ ’গ্রন্থের বাংলা বর্ণমালা ।বর্ণের মাত্রা যোজনা ও মাত্রাহীনতা প্রসঙ্গে বলতে গিয়ে ছন্দবিদ অপূর্ব কোলে ছড়ার আবেশ ছড়িয়ে দিয়েছেন–“ব্যাকারণের ভাষায় এদের ‘মাত্রা’ বলেন জ্ঞানীগুণী/পূর্ণ কেউ,কেউ-বা অর্ধ ,কেউ তো আবার মাত্রাহীন।/লেখার সময় খেয়াল রেখো এ সমস্ত রকমারি/ভুল হবে না বর্ণ লেখায় বলবে লোকে বাহাদুর-ই।”য-ফলাকে কিভাবে ব্যবহার করতে হয়। কিংবা র-ফলা কেমন আকৃতি বিশিষ্ট তাও সুনিপুণ ছন্দ ভাবনায় প্রতিফলিত হয়েছে। বানানের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার সুন্দর ভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন।ক্ক,ল্ল এর মতো যুগ্ম ব্যঞ্জনের ব্যবহার দেখিয়েছেন–ছক্কা, হল্লা শব্দবন্ধে।বর্ণের পাশাপাশি ধ্বনি চেতনার ছবিও উঠে আসে অপূর্ব কোলের এই বিয়ে।বাংলা শব্দভাণ্ডার এর মৌলিক শব্দের পাশাপাশি সংস্কৃত থেকে প্রাকৃত স্তরে পরিবর্তিত হয়ে বাংলায় যে সমস্ত শব্দের সংযোজন ঘটেছে তার উদাহরণ–ভক্ত >ভত্ত>ভাত। এছাড়াও আগন্তুক,দেশি,বিদেশি শব্দের অসাধারণ কিছু নমুনা বইয়ে চোখে পড়ে।বইটিতে স্থান লাভ করেছে প্রাদেশিক ভাষার শব্দ।ণ ও না সংক্রান্ত আকাদেমির সিদ্ধান্ত এর পাশাপাশি যতিচিহ্ন ও উদ্ধৃতি চিহ্ন বিষয়ে বাংলা আকাদেমির নির্দেশিকাটিকে অনুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন লেখক।বইয়ে রয়েছে চিহ্ন ও বর্ণ চেনানোর এক মায়াময় ছন্দিত কাব্যের ঝংকার। পরিশিষ্ট অংশে হাতের লেখা ভালো করার পথ বাতলে দিয়েছেন লেখক। বুদ্ধিদীপ্ত লিখন ভঙ্গি ,বর্ণের নিপুণ সংস্থাপন। বইয়ের বর্ণের সাথে তাল মিলিয়ে তুলির টানে অনন্য ভবেশ পাত্রের অলংকরণ।সর্বপরি বইটি বানান কৌশলী পাঠকের কাছে উপভোগ্য সর্বজনীন হয়ে উঠতে পারে।

গ্রন্থনাম:ছড়ায় ছন্দ বাংলা বানান 
লেখক: অপূর্ব কোলে 
প্রকাশক দে’জ পাবলিশিং প্রাইভেট লিমিটেড 
প্রচ্ছদ: রঞ্জন দত্ত 
অলংকরণ: ভবেশ পাত্র

Comments :0

Login to leave a comment