কাজের প্রলোভন দেখিয়ে মুর্শিদাবাদ থেকে নদীয়াতে এনে ধর্ষণ করা হয়েছে এক কিশোরী ও এক মহিলাকে। একজনের বয়স ১৩, অন্যজনের ১৯।
ঘটনার সঙ্গে মহিলা পাচারচক্রের যোগ আছে কিনা দেখছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, খাতা কিনব বলে বাড়ি থেকে বেরিয়েছিল আক্রান্তরা।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে নদীয়ার গয়েশপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলায় একটি ভাড়াবাড়িতে বুধবার তাদের নিয়ে আসা হয়। সেখানেই দু’জনকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় সানি বিশ্বাস বলে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা। সকাল থেকেই কল্যাণী থানার পুলিশ বিষয়টি নিয়ে যেন লুকোচুরি খেলছিল। শেষে রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ বুধবার রাতে বলেন, ‘এখন কিছু এ বিষয়ে বলব না। পরে বলব।’
সানি বিশ্বাস নামে ওই যুবক গয়েশপুরে বাড়ি ভাড়া নিয়েছিল। এলাকাবাসীদের থেকে জানা গেছে, কল্যাণী–বারাকপুর এক্সপ্রেসওয়েতে যে হোটেল ও পানশালাগুলি রয়েছে, সেখানে মহিলা গায়িকা ও নাচের জন্য মহিলাদের নিয়ে আসত সানি। সে আদতে কাঁচরাপাড়ার কাঁপামোড় এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, বুধবার সকালে একজন মহিলা আক্রান্তদের নিয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। পরে তারা কল্যাণী থানায় আসে। খবর পেয়ে ধর্ষিতা দু’জনের পরিবারও কল্যাণী থানায় চলে আসে। অভিযোগ পেয়ে পুলিশ তেঁতুলতলার ওই বাড়িতে হানা দিয়ে সানি বিশ্বাসকে ধরে।
Rape Nadia
কাজের টোপ দিয়ে মুর্শিদাবাদ থেকে নদীয়ায় এনে ধর্ষণ
×
Comments :0