কেরালার মালাপ্পুরমের উৎসবে হাতির তাণ্ডবে আহত অন্তত ১৭। বুধবারের এই ঘটনায় বিপি অঙ্গারি জারম ময়দান এলাকায় ছড়ায় আতঙ্ক।
ময়দানে স্থানীয় উৎসব ঘিরে প্রচুর লোকসমাগম হয়। রীতি অনুযায়ী স্থানীয় মসজিদ থেকে পাঁচটি হাতিকে অলঙ্কারে সাজিয়ে নিয়ে আসেন মাহুতরা। তারপরই অঘটন।
হঠাৎ দেখা যায় একটি হাতি চঞ্চল হয়ে উঠেছে। ভিড়ের মধ্যে থেকে একজনের পা শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তোলে দোলাচ্ছে। সে সময় তীব্র আর্তনাদ শোনা যায়। বহু লোক ভিড় ঠেলে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন। তাতেও আহত হন বেশ কয়েকজন। গুরুতর আহত ওই ব্যক্তিকে কোট্টক্কলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে বেশ কিছুক্ষণ পর মাহুত হাতিটিকে নিয়ন্ত্রণে আনেন।
Malappuram Elephant
উৎসবের ভিড়ে খেপে উঠল হাতি, মালাপ্পুরমে অহত একাধিক
×
Comments :0