জম্মু এবং কাশ্মীরের ডোডায় উগ্রপন্থীদের গুলিতে মৃত্যু হলো ভারতীয় সেনার এক আধিকারিকের। মৃত সেনা আধিকারিকের নাম ক্যাপ্টেন দীপক সিংহ। জানা যাচ্ছে এদিন চারজন উগ্রপন্থীর খোঁজে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সময় দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় একজনের।
সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার বিকেলে পির পাঞ্জাল পর্বত সীমান্তের জঙ্গলে গা ঢাকা দেয় ওই চার উগ্রপন্থী। তাদের খোঁজেই এদিন সকাল থেকে অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেই সময় সেনাকে লক্ষ করে প্রথমে গুলি করা হয়, সেই সময় পাল্টা ভারতীয় সেনা গুলি চালায়।
পাঁচ বছর আগে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর বিজেপি দাবি করেছিল যে কাশ্মীরে আর কোন গুলির শব্দ শোনা যাবে না। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। গত কয়েক মাসে কাশ্মীরে বেড়েছে উগ্রপন্থীদের হামলা।
Comments :0