আগামী দুই মাসের জন্য দুটি টয়ট্রেনের জয়রাইড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিঙ হিমালয়ান রেল কর্তৃপক্ষ। দুটি টয়ট্রেনের জয়রাইডের মধ্যে একটি স্টিম জয়রাইড ও অপরটি ডিজেল চালিত জয়রাইড। ৬ জানুয়ারি থেকে ২৮ফেব্রুয়ারি পর্যন্ত দুটি জয়রাইড পরিষেবা বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে সোমবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল (ডিএইচআর) কর্তৃপক্ষ।
প্রবল ঠান্ডায় জবুথবু পাহাড়ে রৌদ্রস্নাত কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলছে প্রায় প্রায়ই। আবার তুষারপাতের খবরে পাহাড় মুখো হচ্ছেন পর্যটকরা। একে নতুন বছরের শুরু, তার ওপর শীতের সময় ভরা পর্যটনের মরশুম। আর দার্জিলিঙ পাহাড় মানেই পর্যটকদের কাছে আকর্ষনীয় টয়ট্রেনে সফর। পর্যটনের ভরা মরশুমের এই সময়ে দুটি জয়রাইড পরিষেবা বন্ধ নিয়ে পর্যটন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এতে পর্যটনের ওপর তেমন কোন প্রভাব পড়বে না বলেই কর্তৃপক্ষের দাবি। নতুন বছরের রেশ অনেকটাই ম্লান হয়েছে। পর্যটকরা অনেকেই ছুটি কাটিয়ে ফিরে যাচ্ছেন। পর্যটকদের চাহিদা কমেছে। তাই সন্ধ্যের দিকের দুটি জয়রাইড পরিষেবা আপাততভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই ডিএইচআর কর্তৃপক্ষ তাদের নির্দেশিকা জানিয়েছে।
বর্তমান সময়ে দার্জিলিঙ থেকে ঘুমের মধ্যে সকাল বিকেলে মিলিয়ে মোট আটটি জয়রাইড চলাচল করতো। কিন্তু সন্ধ্যে ছয়টার পরের দুটি জয়রাইড আপাততভাবে বন্ধ রাখার উত্তর পূর্ব সীমান্ত রেল (ডিএইচআর) কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে মোট ছয়টি জয়রাইড দার্জিলিঙ ও ঘুমের মধ্যে চলাচল করবে। এবিষয়ে ডিএইচআর’র ডিরেক্টর প্রিয়াংশু জানিয়েছেন, শীতের এই সময়তে পাহাড়ি রাস্তায় সময়ের অনেক আগেই অন্ধকার নেমে আসছে। যেকারনে বিকেলের দিকে জয়রাইডগুলিতে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে। পর্যটনের মরশুমও প্রায় শেষ। সেই সমস্ত বিষয়গুলি চিন্তাতে রেখেই বিকেলের দুটি জয়রাইড আপাতত দুই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Toy Train Services Suspended
দু’মাস বন্ধ থাকবে টয়ট্রেনের জয়রাইড
×
Comments :0