Fire

দুর্ঘটনাগ্রস্ত ইট ভাটায় ফের আগুন

জেলা

দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বসিরহাটের ইটিন্ডা শ্মশান সংলগ্ন ইছামতি নদীর পাড়ে ধলতিথা গ্রামের হীরা ভাটায়। গত ১৩ ডিসেম্বর চিমনি ফেটে চারজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। যার কারণে এখনও আতঙ্কিত ইটভাটা ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়রা। চলছে ফরেনসিক তদন্ত। ১০দিন কাটতে না কাটতেই তারই মধ্যেই আরও একটি বিপর্যয় ঘটে গেল শনিবার রাতে। দুর্ঘটনাগ্রস্ত হীরা ইট ভাটায় এবার আগুন।

সেই ইটভাটায় কয়লার গাদায় ভয়াবহ আগুন লাগে। প্রথমে ভাটার লোকজন এবং স্থানীয়রা জল দিয়ে নেভানোর চেষ্টা করে কিন্তু দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন আয়ত্তের বাইরে চলে গেলে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে আগুন লাগল কেউ বলতে পারছে না। দমকল ও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ। হতাহতের কোনো খবর নেই।

Comments :0

Login to leave a comment