English Premiere league

বিশতম প্রিমিয়ার লিগ শিরোপা লিভারপুলের

খেলা

LIV vs TOT ছবি সৌজন্য - লিভারপুল এফসি অফিসিয়াল ফেসবুক পেজ

প্রত্যাশামতই জয় দিয়েই প্রিমিয়ার লিগ শিরোপা অর্জন করল লিভারপুল। টটেনহ্যামকে ৫-১ গোলে হারাল সালাহরা। ১২ মিনিটে সোলাঙ্কের গোলে পিছিয়ে পড়লেও ১৬ মিনিটে শোধ দেন লুইজ ডিয়াজ।২৪ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাক আলেষ্টার। এরপর ৩৪ মিনিটে গ্যাকপো, ৬৩ মিনিটে সালাহ এবং ৬৯ মিনিটে উদোগের আত্মঘাতী গোলে ম্যাচ জিতল লিভারপুল। এই নিয়ে প্রিমিয়ার লিগ দ্বিতীয়বার এবং বিশতম ইংলিশ লিগ শিরোপা জিতল লিভারপুল আর্নে স্লটের হাতধরে।

Comments :0

Login to leave a comment