PAINKILLER ALERT

ব্যথা কমানোর ওষুধে প্রতিক্রিয়া, সতর্কতা জারি

জাতীয়

ব্যথা কমানোর ওষুধ মেফটাল (Meftal)" র পার্শ্ব প্রতিক্রিয়া খতিয়ে দেখতে বলল ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন। দাঁতে ব্যথা, আর্থ্রাইটিস, ঋতুস্রাবকালীন যন্ত্রণা কমানোর মতো একাধিক সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয়। 
কমিশন জানিয়েছে ওষুধটি নিয়ে পরীক্ষা চালিয়েছে ফার্মাকোভিজিল্যান্স প্রোগ্রাম অব ইন্ডিয়া। ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 
চিকিৎসক এবং ব্যবহারকী, দু’তরফেই সতর্কতা জরুরি বলে জানিয়েছে ফার্মাকোপিয়া কমিশন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই কমিশন বিভিন্ন ওষুধের গুনমান পরীক্ষা করে। সতর্কবার্তায় বলা হয়েছে, ওষুধটি ব্যবহারের পর অস্বস্তি বা সমস্যা দেখা দিলে ফার্মাকোভিজিল্যান্স প্রোগ্রামে জানানো উচিত। www.ipc.gov.in অথবা হেল্পলাইন ১৮০০-১৮০-৩০২৪ ব্যবহার করা যেতে পারে।

Comments :0

Login to leave a comment