Jibantala Cartridge Case

জীবনতলার কার্তুজ কাণ্ডে বসিরহাট থেকে গ্রেপ্তার আরও এক

জেলা কলকাতা

জীবনতলার কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। বসিরহাট থেকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম ফারুক মল্লিক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। 
শনিবার জীবনতলায় ৭ এমএম পিস্তল ও ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করার পর লালবাজারের লাইসেন্স প্রাপ্ত দোকানে হানা দেয় এসটিএফ। নার্সিং চন্দর দা অ্যান্ড কো লাইসেন্স প্রাপ্ত দোকানের এক কর্মচারী এই ঘটনায় যুক্ত আছে বলে জানিয়েছে বেঙ্গল এসটিএফ। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল লালবাজারের ওই দোকান সিল করে দেয় পুলিশ। এই বৈধ অস্ত্র বিপননি নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার তত্ত্ব সামনে আসছে। তদন্তে দেখা গেছে প্রায় বছর দুয়েক যে মজুত কার্তুজ ও গুলির নথি আছে তা ঠিক ভাবে পর্যবেক্ষণ করা হয়নি। এই দোকান গুলিতে যখন কার্তুজ আসে তখন একজন রিজার্ভ ফোর্সের অস্ত্র দপ্তরের আধিকারিক সেই কার্তুজ গুলি মিলিয়ে দেখার কাজ। সেই দায়িত্ব ঠিক করে পালন করে হয়নি বলে অভিযোগ। প্রতি মাসের শেষে স্টেটমেন্টের সাথে স্টক মিলিয়ে দেখার কথা সেই আধিকারিকের। কিন্তু সেই খাতায়ও মিলেছে গরমিল খবর এসটিএফ সূত্রে। 

Comments :0

Login to leave a comment