Arabian sea storm

আরব সাগরে ঘনীভূত হচ্ছে ‘বিপর্যয়’

জাতীয়

দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ সেই নিম্নচাপ ঘুর্ণিঝড় ‘বিপর্যয়’র রুপ নেবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘুর্ণিঝড়ের নাম করন করেছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু সংস্থা ২০২০’তে বাংলাদেশের দেওয়া এই নামই বেছে নিয়েছিল। ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে ৫ জুন আরব সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ৮ জুন সকালে তা গভীর নিম্নচাপে পরিনত হবে। শুক্রবার বিকেলের মধ্যে ঘুর্ণীঝড়ের রুপ নিয়ে বিপর্যয় আছড়ে পড়বে। 
যদিও এই ঘূর্ণীঝড়ের কোনও প্রভাবই পড়বে না পশ্চিম বাংলায়। বিগত দুই সপ্তাহ দরে তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলা। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। ফলে বিপর্যয় আসলেও তার প্রভাব পড়বে গোয়া, মহারাষ্ট্র, গুজরাটে। ফলে পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাষ নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে ঘূর্ণীঝড় বিপর্যয় গোয়া উপকূল থেকে ৯৩০ কিমি দুরে ও মুম্বাই উপকূল থেকে ১০৬০ কিমি দুরে অবস্থান করছে। ঘূর্ণীঝড়ের অভিমুখ এখন নিশ্চিত করেনি আবহাওয়া দপ্তর।

Comments :0

Login to leave a comment