IPL SACHIN ARJUN

প্রথম আইপিএল ম্যাচে শচীন পুত্র অর্জুন

খেলা

IPL SACHIN ARJUN

আইপিএল-এ যাত্রা শুরু হলো শচীন তেণ্ডুলকরের পুত্র অর্জুনের। মুম্বাই ইন্ডিয়ানের দলে নেওয়া হয়েছিল অর্জুনকে। রবিবার মুম্বাইয়ের ওয়াঙখাড়ে স্টেডিয়ামে কেকেআর’র বিরুদ্ধে প্রথম এগারোয় রয়েছেন তিনি। 

বাঁ হাতি মিডিয়াম পেসার অর্জুন মোট ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন রোহিত শর্মা অসুস্থ হয়ে পড়েন এদিন। তাঁর জায়গায় দলে রয়েছে অর্জুন। 

ভারতের অধিনায়কত্বের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ানসেরও নেতৃত্ব দিয়েছেন শচীন। ২০১৩’তে ওয়াঙখাড়েতেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এই মাঠেই আন্তর্জাতিক আঙিনায় পা রাখলেন পুত্র অর্জুন।

Comments :0

Login to leave a comment