BAI SANDHYAN — PRODASHKUMAR BAGCHI / Natunpata - 4 October

বইকথা — লালকালো / নতুনপাতা

ছোটদের বিভাগ

BAI SANDHYAN  PRODASHKUMAR BAGCHI  Natunpata - 4 October

বইকথা

লালকালো

প্রদোষকুমার বাগচী


এবার তোমাদের মনের মতো একটি বইয়ের কথা বলবো।
তোমরা নিশ্চয়ই ভাবতে বসেছো যে কি বই আর হতে পারে
সেটা। সেই তো হবে ভুতের,রাক্ষসের, রূপকথার নয়তো কোনও
রহস্য গল্প?। না। কারণ বাঙলায় যে শিশুসাহিত্য তৈরি হয়েছে
তা যে কী পরিমাণ মণি-মুক্তায় সমৃদ্ধ তা এককথায় বলা
অসম্ভব। অজস্র ভালো ভালো বই আছে। তার মধ্য থেকে
বেছে আমি আজ যে বইটির কথা বলতে এসেছি তোমাদের
কাছে, সেটি একেবারেই অন্যরকম একটি বই। আমি জোর
দিয়ে বলতে পারি যে বইটি হাতে নেওয়ার পর থেকে তোমাদের
তো ভালো লাগবেই এমনকি বড়রাও বইটি পড়লে মুগ্ধ হয়ে
যাবে। তবে তোমাদের মধ্যে কেউ হয়তো পড়ে থাকতে পারো
বইটি, তবে যারা পড়েছো তারা বইটির বিষয় নিয়ে অন্যদের
সঙ্গে গল্প করতে পারো আর যার পড়োনি আগে তারা যদি মন
দিয়ে পড়ো তবে বুঝতে পারবে যে আমি ভুল বলিনি।
দুটো রং-এর নাম দিয়ে বইটির নাম। একটি রঙের নাম লাল
অপরটি কালো। এই দুটি রঙের নাম পাশাপাশি লিখলেই যা হবে
সেটিই বইটির নাম—
হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো— বইটির নাম ‘লালকালো’।


নামশুনে মনে কোরনা আবার যে এট একটি রঙের বই। রঙের

কথা আছে ঠিকই তবে সেটি দুই রঙের পিঁপড়ের গল্প। লাল
পিঁপড়ে আর কালো পিঁপড়ের গল্প নিয়েই বিখ্যাত হয়েছে
বইটি। ১৩৩৭ বঙ্গাব্দে গিরীন্দ্রশেখর বসু এই বইটি
লিখেছিলেন তোমাদের কথা ভেবে।
ঘোষেদের পুরানো ভিটের ধারে লাল আর কালো পিঁপড়ের ঝগড়া
বিবাদ নিয়ে এই বই। ওদের ঝগড়া যে কোন পর্যায়ে উঠেছিল
জানলে তোমরা অবাক হয়ে যায়ে। ঘোষেদের পুরানো ভিটের
ধারে সেই ধুন্ধুমার কাণ্ডের খবর চাপা থাকেনি শেষপর্যন্ত।
ভিটে ছাড়িয়ে সেই খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন প্রজাতির
পোকামাকড়ের দরবারে। ওদের কেউ লাল পিঁপড়ের দলে এসে
ভিড়েছে তো কেউ কালো পিঁপড়ের দলকে সাহস জোগাচ্ছে। তার
পর সে কি ভয়ানক যুদ্ধ! বিশ্বসংসার বুঝি ধ্বংস হয়ে যায়।
সেই দুই পক্ষের ভিষণ লড়াইয়ের কাহিনী নিয়ে এই বই। যার
প্রতি পাতায় রয়েছে তোমাদের মতো ছোটদের জন্য অনাবিল
আনন্দ আর মজা আর বড়দের জন্য রয়েছে বিপুল রসের
আয়োজন। আজকের ছোটরাও যেমন এই বই হাতে পেলে
আনন্দে মশগুল হয়ে উঠবে তেমনি বড়রাও ছোটবেলার
সুখস্মৃতিকে অনুভব করতে পারবে।


আর কি আশ্চর্য, তোমরা হতবাক হয়ে যাবে শুনলে যে
ছোটদের জন্য এই একটিমাত্র বই লিখেই বাংলা সাহিত্যে

তাঁর আসন পাকা করে নিয়েছিলেন তিনি। অথচ একজন
মনস্তত্ববিদ হিসাবেই তাঁর পরিচিতি। আধুনিক
মনোবিজ্ঞানের বিকাশে অন,তম পথিকৃতের ভূমিকা ছিল তাঁর।
এই বইয়ের প্রচ্ছদ শিল্পী যতীন্দ্রকুমার সেন ছিলেন
ভারতের অন্যতম শ্রেষ্ঠ কমার্শিয়াল আর্টিস্ট। বইটির
মধ্যে জাদু আছে। আর কি আশ্চর্য বইটির লেখক নিজেও
জাদুবিদ্যা জানতেন।
কি, পড়তে চাও নাকি বইটি!
তাহলে বইটির ঠিকানা দিয়ে দিচ্ছি।


লালকালো
গিরীন্দ্রশেখর বসু। প্রথম ঘরে বাইরে প্রতিলিপি
সংস্করণ।ঘরে বাইরে। এস পি কমিউনিকেশন প্রাইভেট
লিমিটেড।৩১ বি রাজা দীনেন্দ্র স্ট্রিট। কলকাতা ৭০০ ০০৯।
১৭০ টাকা।

Comments :0

Login to leave a comment