BOOK REVIEW — MUKTADHARA / 13 October

বই — ‘মেধাঅমৃতা’ / মুক্তধারা

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  13 October

বই / মুক্তধারা

যে কবিতা যাপিত জীবনের স্মৃতিভারে মেদুর

ভবানীশংকর চক্রবর্তী

                   "যাপিত. জীবন থেকেই উঠে আসে কবিতা।উন্নীত হয় এক বোধে, দর্শনে।জাগতিক জীবনের ব্যক্তিক সারাৎসার সে।"-সাম্প্রত সময়ে প্রকাশিত কবি সীমা দাশগুপ্ত বিশ্বাস  -এর 'মেধাঅমৃত' কাব্যগ্রন্থের 'প্রাককথন' -এ  এই  কথাগুলি বলেছেন সুলেখক নলিনী বেরা ।বস্তুত  কবিতা যে যাপিত জীবনের সুর ও স্বর, এ  কথা সত্য।তবে কবি সেই সুর ও স্বরকে  শুদ্ধ ,সত্য ও সুন্দর করে  তুলতে পারলেই কবিতা সার্থক হয়ে ওঠে ।সীমা এই গ্রন্থভুক্ত কবিতাগুলিতে  সেই প্রয়াসের পরিচয় দিয়েছেন।আর কবিতা যেহেতু শব্দ-শিল্প , তাই শব্দ চয়নে ও বয়নে কবির সতর্ক ও সদর্থক ভূমিকাও দস্তুর।এই  বিচারেও সীমা  তাঁর নৈপুণ্যের পরিচয় দিয়েছেন ।মোট পঁয়ত্রিশটি কবিতার প্রতিটি কবিতাই যাপিত জীবনের স্মৃতিকথায় মেদুর।কবিতার ক্ষেত্রে যে বাকসংযম ও পরিশীলিত বোধের দরকার, সীমার কবিতায় তা-ও আছে।তবে কবিতাগুলি  যাপিত জীবনের স্মৃতিভারে যতটা মেদুর,যাপ্যমান  জীবনের  সুখ-দুঃখ, আশা-নিরাশা, প্রেম -অপ্রেম নিয়ে ততটা মুখর নয়।সীমার নিঃসীম অসহায়তা,নিঃশর্ত আত্মনিবেদন,নিগূঢ় মনোবেদনা,নিরলস চলমানতা__ সবকিছু নিয়ে কবিতাগুলি কাঙ্ক্ষিত জীবনের অর্থ খুঁজেছে।ফলত তাঁর যাবতীয় জিজ্ঞাসা,অনুসন্ধিৎসা,ও মুমুক্ষা তাঁর জিজীবিষাকে তীব্র করে তুলেছে।এ প্রসঙ্গেই কয়েকটি উদ্ধারযোগ্য লাইন_
১।নোনা জলের ঢেউয়ে আছাড়  খেয়ে /বালির চড়ায়  দাঁড়িয়ে/আমি আর /কত নতজানু হবো?(অনুরোধ,পৃ,১৩)
২।একে একে চলে যায়  সব / ঘর খালি হয়/মায়েরা স্তন্যদান  করায়  শিশুদের।(মাতৃসদন,পৃ.২৯)
৩।জীর্ণ পাতাগুলি/পেরিয়ে আসার সময়/ নিঃশব্দে এসো/পড়শীর ঘুম ভাঙিওনা।(আমার রাখলরাজাকে,পৃ,৩২)।
বানানে অনাধুনিকতা পরিহার্য।


                মণীষ দেব-এর ,প্রচ্ছদ সুন্দর।মুদ্রণ ও কাগজও বেশ ভালোই। চার ফর্মার জ্যাকেট বাইন্ডিং সুদৃশ্য বইটি হাতে নিলে পড়ার ইচ্ছে হবে খুব।

             মেধাঅমৃতা
  সীমা দশগুপ্ত বিশ্বাস
     একুশ শতক,
১৫শ্যামাচরণ দে স্ট্রিট,
কলকাতা -৭০০০৭৩

দাম- ১০০ টাকা


 

Comments :0

Login to leave a comment