টানা সাতদিন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে বসিরহাটের বিড়ি শ্রমিকরা। বুধবার চলছে ত্রিপাক্ষিক বৈঠক। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে মালিকের হয়ে দালালির অভিযোগে সরব বিড়ি শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি।
গত বৃহস্পতিবার থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিড়ি শ্রমিকদের ধর্মঘট চলছে। বুধবার এএলসি’র বসিরহাট মহকুমা অফিসে ত্রিপাক্ষিক বৈঠক চলছে।
সরকার নির্ধারিত ২৭৩ টাকা ৫৮পয়সা মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। ৬দফা দাবি শ্রমিকদের। মালিক পক্ষ আলোচনায় বসবে বললেও নানান অজুহাতে তারিখ পিছাতে থাকে। আলোচনা আর হয় না।
তৃণমূল প্রভাবিত শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের পক্ষ না নিয়ে মালিকদের হয়ে কার্যত দালালি করে চলেছে। বসিরহাট মহকুমা বিড়ি শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি নেতৃবৃন্দ অবস্থান বিক্ষোভ চলাকালীন এমনই একগুচ্ছ অভিযোগ তুলেছেন।
সামাজিক সুরক্ষা প্রকল্প লাটে তুলে দিয়েছে সরকার। প্যাকেট প্রতি দুটো করে বিড়ি কম দিয়ে শ্রমিকদের ঠকানোর পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও ঠকাচ্ছে মালিকরা। এই অভিযোগ উঠে আসে বসিরহাট স্টেশন চত্বরের বিক্ষোভ সভা থেকে।
Basirhat Biri Workers
বসিরহাটে টানা ধর্মঘটে বিড়ি শ্রমিকরা, চলছে ত্রিপাক্ষিক বৈঠক (দেখুন ভিডিও)
×
Comments :0