BLO PROTEST

বিএলও বিক্ষোভ রাজ্যের বিভিন্ন জায়গায়

রাজ্য

কাজে অতিরিক্ত চাপ দেওয়ায় এবার প্রতিবাদে নামলেন শিলিগুড়ি ও হাওড়ার বিএলও'রা। শনিবার তারা প্রতিবাদে নেমে বলেন নির্বাচন কমিশনের তরফে তাদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে পাশাপাশি রাত করে নির্দেশ দেওয়া সঙ্গে আচমকা ডিজিটালি ডেটা এন্ট্রির কাজ ও করতে হবে বলে জানানো হচ্ছে। ফলে তাদের স্বাধারণ জীবনচর্যা বিঘ্নিত হচ্ছে।
এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ ট্রেনিং সেন্টারে ডেটা এন্ট্রির ট্রেনিং চলাকালীন হঠাৎই বিএলও'রা সেখান থেকে বেরিয়ে আসেন এবং স্লোগান দেওয়া শুরু করেন। এই ঘটনায় ওই অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা দাবি করেন হঠাৎ করে ডেটা এন্ট্রির কাজ করতে জন্য ট্রেনিং নিতে বলা হচ্ছে  এত কম সময়ের মধ্যে এত কাজ  করা আমাদের অসম্ভব হয়ে পড়ছে। 
দিনে দিনে একটার পর একটা কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কেউ কেউ দাবি করেন যে রাত করে তাদের কাছে কমিশনের তরফে ফোন করা হচ্ছে যার ফলে ব্যাহত হচ্ছে তাদের সাধারণ জীবনযাপন।         
একই অভিযোগ হাওড়ার বিএলও'দের ও। শুক্রবার শিবপুর বিধানসভা কেন্দ্রের ২৪০ জন  বিএলও ডেটা এন্ট্রি ট্রেনিং করানোর সমসই অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান।
সোহেলী নস্কর, নামে এক বিএলও অভিযোগ করেন, "আমাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে হচ্ছে পাশাপাশি  নির্বাচন কমিশনের তরফেও দ্রুত কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তার সাথে  এখন ডিজিটাল ডেটা এন্ট্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমরা এই কাজ বয়কট করছি। "

Comments :0

Login to leave a comment