Explosion near Quetta Railway Station in Pakistan

পাকিস্তানের রেল স্টেশনে বিস্ফোরণ, মৃত ২১, জখম অন্তত ৪৬

আন্তর্জাতিক

প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের কোয়েট্টায় স্টেশন চত্ত্বর। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে গেলেন কয়েক ২১ জন মানুষ। ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল পাকিস্তানের কোয়েটা রেলস্টেশন। পাকিস্তানের রেলওয়ে স্টেশনে বিস্ফোরণে ২১ জন নিহত। ঘটনায় জখম হয়ছেন  ৪৬ জন। প্রাথমিক রিপোর্টে জানা গেছে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিস্ফোরণটি ঘটেছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর। 
সংবাদ সংস্থাকে কোয়েটার পুলিশের আধিকারিক মুহাম্মদ বালুচ জানিয়েছেন, ‘‘এদিন সকাল ৯টা নাগাদ জাফর এক্সপ্রেস ট্রেন পেশোয়ার যাওয়ার নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে জড়ো হয়েছিল যাত্রীরা। জাফ্ফর এক্সপ্রেস রওনা দেওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর। সেই সময় স্টেশন চত্বর বহু মানুষ ছিলেন। এই মুহুর্তে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।’’ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পাকিস্তানের পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বম্ব স্কোয়াড বিস্ফোরণস্থল খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
 

Comments :0

Login to leave a comment