Book TOPIC — Natunpata - 27 DECEMBER

বইকথা — সমসময়, সমাজ ও জীবনের গল্প / ভবানীশংকর চক্রবর্তী / নতুনপাতা

ছোটদের বিভাগ

Book TOPIC  Natunpata - 27 DECEMBER

নতুনপাতা

বইকথা

সমসময়, সমাজ ও জীবনের গল্প

ভবানীশংকর চক্রবর্তী

           এই সময়ে, অবিশ্ব মনুষ্যসমাজ ও সভ্যতা যখন 
অস্তিত্বসংকটে বিপন্ন,তখন এই বঙ্গভূমিও সেই সংকটের বাইরে নয়।ফলত সেই সংকটের, বলা ভালো,সেই সংকটাপন্ন জীবনের যাপনচিত্র অঙ্কিত হচ্ছে বাংলা ছোটোগল্পে।এই  আবহে , এই  দেশকালের সমাজবাস্তব  অবলম্বনে ,গল্প লিখে চলেছেন বীরেন শাসমল। সম্প্রতি প্রকাশিত তাঁর 'গল্প সংগ্রহ' বইটির তেতাল্লিশটি গল্পে সমসময়ের  নিখুঁত কলমকারি ।তাঁর গল্পের রিয়ালিটি যে নিবিড় সমাজপাঠ ও অভিজ্ঞতাপ্রসূত, এ কথা বলার অপেক্ষা রাখে না। বীরেনের গল্পবিশ্ব জুড়ে আছে রাজনীতি, রাষ্ট্রীয় এবং অবশ্যই  সামাজিক রাজনৈতিক অসদাচার,প্রেম,
যৌনতা ইত্যাদি বিষয়।বীরেন সংকটকে এড়িয়ে যাননি।বরং সংকটকে অনুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করেছেন তাঁর  গল্পে ।সংকট মোচনের দিশাও  তিনি দেখাতে চাননি।সেটা তাঁর কাজ ও উদ্দেশ্যও নয়।জীবনের কথাকার  হিসেবে সত্যকে নিখুতভাবে তুলে ধরাই উদ্দেশ্য এবং  তিনি তা করেছেন।পরিমিতি বোধেও তিনি দক্ষ কারিগর।বইটির উৎসর্গ পত্রে বীরেন যে কথাগুলি বলেছেন,
তার মধ্যেই নিহিত আছে তাঁরগল্পমানসের
প্রকৃত স্বরূপ।তিনি লিখছেন-
   "যে মানুষগুলিকে কাছ থেকে দেখেছি,দূর থেকে স্বপ্নের মধ্যে যাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি,রক্তমাংসের চরিত্র হিসাবে যাদের এঁকেছি,তাদের উদ্দেশে নিবেদিত হল এই সংকলন।" অর্থাৎ বীরেন মাটি মানুষের কাছাকাছি একজন সমাজব্যক্তিত্ব ও একই সঙ্গে তিনি সেই সমাজজীবনের কথাকার ।
            অস্তিত্বের নানা সংকট। বীরেনের কলমে তারা স্ফূর্ত।শিক্ষা থেকে পরিবেশ,
দারিদ্র্য থেকে বৈভব,
নিস্পৃহতা থেকে নাছোড় মনোভাব _সবই ।গল্পের ভাষা বয়নেও তিনি সহজ ও সংযত।একটু নমুনা-
       "এসো,আমি তোমার ক্লান্তি মুছিয়ে দিচ্ছি।এসো এখানে।বোস ।এই ছবিটা তোমার ভালো লাগে না?গ্রিলের গায়ে এমন লতানো গাছ?টবে  গাছ।ছাদে গাছ।ফুলের ঝাড়।রেয়ার প্লান্টস।চারদিকে এমন সবুজ উদ্ভিদ।এর মাঝখানে আমি উদ্ভিজ্জ সম্ভাবনায় তৃষিত তোমার নারী।আমাকে ধরো।সুগন্ধিত এই শরীর,তোমার।এইখানে তোমার প্রজন্মকে রোপণ করো।"
প্রবীর সেন-এর প্রচ্ছদে সুরুচির সৌন্দর্য।কাগজ মুদ্রণ  ও বাঁধাই উচ্চমানের।গল্পপ্রিয়দের সংগ্রহে রাখার মতো একটি সুদৃশ্য তথা অসাধারণ সংকলন।

'গল্প সংগ্রহ'
বীরেন শাসমল
প্রকাশক_এবং মুশায়েরা
১৫,শ্যামচরণ দে স্ট্রিট,
কলকাতা -৭০০০৭৩

মূল্য- পাঁচশো টাকা

Comments :0

Login to leave a comment