Britain nurse protest

স্বাস্থ্য কর্মীদের আন্দোলন ঠেকাতে সেনা নামানোর চিন্তা ব্রিটেন সরকারের

আন্তর্জাতিক

মজুরি বৃষ্টির দাবিতে বেশ কয়েকদিন ধরে সরব হয়েছে সে দেশের নার্স ও অ্যাম্বুলেন্স কর্মীরা। তবে আন্দোলনের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়েছেন মজুরি বৃদ্ধি সম্ভব নয়। তাই নিয়ে বড় দিনের আগে দুদিন ধর্মঘটের ডাক দিয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্যকর্মীরা। এখন স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলন ঠেকাতে ব্রিটিশ সেনার সাহায্য নিতে পারে ব্রিটিশ প্রশাসন।
ব্রিটিশ সরকার ইতিমধ্যে বিভিন্ন বিভাগে আন্দোলনরত কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। স্বাস্থ্যকর্মীরা যাতে তাদের অধিকারের লড়াই লড়তে না পারে তার জন্য চাপ দিচ্ছে। সরকারের দাবি মূল্যবৃদ্ধির বাজারে স্বাস্থ্যকর্মীদের মজুরি বৃদ্ধি সম্ভব নয়। তাতে সরকারি খরচ আরও বাড়বে বই কমবে না।

Comments :0

Login to leave a comment