Budget 2025-26: expenditure

বাজেটে বরাদ্দের চেয়েও কম খরচ কেন্দ্রের, দেখুন কোথায় কত

জাতীয়

বাজেট বরাদ্দ ঘোষণা হয়েছে। কিন্তু খরচ হয়েছে কম। একের পর এক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ছবি দেখাচ্ছে বাজেট নথিই।
শনিবার বাজেট ভাষণের পাশাপাশি নথিও নিয়মমাফিক পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি খরচ প্রয়োজনের তুলনায় কম। সেই খরচও করেননি সীতারামন।
চলতি অর্থবর্ষ, ২০২৪-২৫’র জন্য কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পে বরাদ্দ ছিল ৫লক্ষ ৫ হাজার ৯৭৮ কোটি টাকা। সীতারামনের অনুমান এই খরচ পৌঁছাবে ৪ লক্ষ ১৫ হাজার ৩৫৬ কোটি টাকা। আগামী অর্থবর্ষ, ২০২৫-২৬’র জন্য সীতারামন বরাদ্দ করেছেন ৫ লক্ষ ৪১ হাজার ৮৫০ কোটি টাকা। 
কেবল একটটি খাতই নয়। গোটা সরকারি খরচের ক্ষেত্রেও একই চিত্র। চলতি অর্থবর্ষের জন্য গতবারের বাজেটে বরাদ্দ ছিল ৪৮ লক্ষ ২০ হাজার ৫১২ কোটি টাকা। এই অর্থবর্ষ শেষ হবে আগামী মার্চে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমান, মোট খরচ পৌঁছাবে ৪৭ লক্ষ ১৬ হাজার ৪৮৭ কোটি টাকায়। যার মানে, ১ লক্ষ ৪ হাজার ২৫ কোটি টাকা নিজেরই বরাদ্দের তুলনায় কম খরচ করেছে কেন্দ্র। 
শিক্ষায় বরাদ্দ ছিল ১ লক্ষ ২৫ হাজার ৮৩৮ কোটি টাকা। খরচ হবে ১ লক্ষ ১৪ হাজার ৫৪ কোটি টাকা। আগামী অর্তবর্ষে যদিও বরাদ্দ ১লক্ষ ২৮ হাজার ৬৫০ কোটি টাকা।
স্বাস্থ্যে বরাদ্দ ছিল ৮৯ হাজার ২৮৭ কোটি টাকা। এই মার্চে খরচ পৌঁছাবে ৮৮ হাজার ৩২ কোটি টাকা। আগামী অর্থবর্ষে বরাদ্দ ৯৮ হাজার ৩১১ কোটি টাকা।  

Comments :0

Login to leave a comment