বিকেল চারটের পর সরানো হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। স্বাস্থ্য দপ্তরের দুই শীর্ষ আধিকারিক ডিএমই এবং ডিএইচএস-কে সরানো হবে।
রাত প্রায় বারোটায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাঁরা ধরনা মঞ্চে ফিরে যাচ্ছেন। তাঁরা আলাদা সাংবাদিক সম্মেলন করবেন।
সন্ধে ছটা থেকে প্রায় বারোটা পর্যন্ত বৈঠক হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৪২ জন জুনিয়র ডাক্তার সই করেছেন কার্যবিবরণীতে। সরকারের পক্ষে সই করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। বৈধকে ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
কাল সুপ্রিম কোর্টে ফের শুনানি আছে আর জি কর ধর্ষণ হত্যা মামলার। মমতা ব্যানার্জি বলেছেন শুনানির পর বিকেল চারটে নাগাদ পুলিশের রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন মুখ্য সচিব।
জুনিয়ার ডাক্তাররা স্বাস্থ্য সচিবের অপসারণ ও দাবি করেছিলেন। সে দাবি সরকার মানেনি।
মমতা বলেছেন চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করা হয়েছে।
তবে বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে আরজি করের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। চিকিৎসক এবং প্রতিবাদী সব অংশের ক্ষোভের অন্যতম কারণ সাক্ষ্য প্রমাণ লোপাট।
বিনীত গোয়েলকে সরানো হচ্ছে ঠিকই তবে তাঁকে পছন্দের পোস্টিংই দেওয়া হচ্ছে।
Comments :0