মণিপুরে রাষ্ট্রপতির শাসন বিজেপি’র ডবল ইঞ্জিন সরকারের দেউলিয়াপনাকে স্পষ্ট করেছে। মণিপুরের জনতার স্বার্থে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি। বিজেপি জোটের অন্তর্দ্বন্দ্ব মেটাতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুক্রবার বিবৃতিতে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবারের মধ্যেই বিধানসভা ডাকার কথা ছিল। কিন্তু বিজেপি’র নির্দেশে বিধানসভার বাজেট অধিবেশন পিছিয়ে দেন রাজ্যপাল।
পলিট ব্যুরো বলেছে,
রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মেয়াদে গত দু’বছর ধরে অশান্ত থেকেছে মণিপুর।
পলিট ব্যুরো বলেছে, মণিপুরে অশান্তির প্রধান দায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তাঁর পক্ষপাতিত্বমূলক আচরণ এখন আদালতের বিবেচনাধীন। তাঁর বিরুদ্ধে প্রমাণও জমা পড়েছে। সে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।’’
পলিট ব্যুরো বলেছে, অশান্তির গোটা পর্বে সরকারে আসীন বিজেপি এবং কেন্দ্রীয় সরকার মণিুপুরের জনগণের কঠিন সঙ্কটে হস্তক্ষেপ করতে অস্বীকার করে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও যাননি রাজ্যে। তা থেকেই এই মনোভাব স্পষ্ট হয়ে যায়। পরিস্থিতি থেকে বিজেপি’র সংকীর্ণ মনোভাবও স্পষ্ট হয়ে গিয়েছে। কেন্দ্র এবং মণিপুরে সরকার তাদেরই।
পলিট ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করা সমস্যার কোন সমাধান নয়। কেন্দ্রীয় সরকার কোনোভাবে নিজের দায় এড়িয়ে যেতে পারে না। জনসমাজে গভীর বিভাজনের পরিবেশ কাটাতে ওই রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া জরুরি। পলিট ব্যুরো বলেছে, রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে।
CPIM POLIT BUREAU
মণিপুরে রাষ্ট্রপতির শাসন: নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি পলিট ব্যুরোর
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24142/67af3ba4001e2_CPIM-Polit-Bureau.jpg)
×
Comments :0