CBI RG KAR CPIM

মাথাদের ধরতে হবে, সিবিআই-কে লিখিতভাবে বলছে সমাবেশ

রাজ্য

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে সমাবেশ। ছবি ও ভিডিও: প্রিতম ঘোষ

প্রতীম দে ও অরিজিৎ মণ্ডল

আরজি কর কাণ্ডে বিচারের দাবি সিবিআই-কে লিখিতভাবে দিচ্ছে প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে সিবিআই দপ্তর সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে চলছে বিক্ষোভ সভা।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ  সেলিম বলেছেন, ‘‘আমরা এখানে বিচার চাইতে এসেছি। পুলিশ বলেছিল সভা করতে দেবে না। কিন্তু সভা হচ্ছে। আমরা গিয়ে কোন ডেপুটেশন দেবো না, তদন্তকারী আধিকারিককে এসে ডেপুটেশন নিয়ে যেতে হবে।
সিবিআইয়ের কাছে বক্তব্য সমাবেশে পড়ে শোনালেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। দাবি করা হয়েছে যে স্বাস্থ্য দুর্নীতিতে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে। আরজি কর দ্রুত তদন্ত করতে হবে। সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। 
সিপিআই(এম) সহ প্রতিবাদীরা বারবারই বলেছে যে আর জি করে চিকিৎসক ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। দু্নীতির চক্র সংগঠিতভাবে কাজ করছে স্বাস্থ্যক্ষেত্রে। তার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মদতে চুপ করিয়ে রাখার জন্য চলছে থ্রেট কালচার। এই দুর্নীতি-দুষ্কৃতী চক্রই হত্যা করেছে চিকিৎসককে। কেবল একজন সিভিক ভলান্টিয়ারকে দায়ী করে অপরাধীদের আড়াল করা যাবে না। 
সিবিআি’র চার্জশিটে ওই সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কারও নাম নেই। অথচ কেন্দ্রীয় তদন্ত সংস্থাই সুপ্রিম কোর্টের শুনানিতে জানয়েছিল যে খুনের জায়গা বদলে দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তা’হলে হত্যার মামলায় তথ্য প্রমাণ লোপাটে দায়ী মাথাদের নাম নেই কেন। 
সিপিআই(এম)’র যে প্রতিনিধিদল সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবে তার মধ্যে মহম্মদ সেলিমের সঙ্গে রয়েছে পলিট ব্যুরো সদস্য  রামচন্দ্র ডোম, যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও।  

Comments :0

Login to leave a comment