cpim

বৃহস্পতিবার সিজিও অভিযানে সিপিআই(এম)

রাজ্য

বৃহস্পতিবার ১০০ দিন পূর্ণ হবে আরজি কর মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে যাওয়ার। কিন্তু এখনও মেলেনি ন্যায়বিচার। প্রাথমিক যে চার্জশিট দিয়েছে সিবিআই তাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া কারোর নাম নেই। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি নিয়ে সিবিআই সদর দপ্তর সিজিও কমপ্লেস অভিযানে নামছে সিপিআই(এম)। বৃহস্পতিবার দুপুর ১টার উল্টোডাঙা হাডকো মোড় থেকে মিছিল শুরু করবে তাঁরা। 
সিনিয়র চিকিৎসকরাবারংবার বলছেন এই ঘটনা একটি পরিকল্পিত খুন। শুধু মাত্র সঞ্জয়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। যারা তথ্য প্রমান লোপাট করলো যারা কলেজে থ্রেট কালচার চালাতো তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হলো না। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সিবিআই ন্যায় বিচার দেবে এমন ভরসা কোনোদিনই ছিলো না।রাজ্য বা কেন্দ্রের যে এজেন্সিই হোক যদি পেশাদারি দক্ষতা ছেড়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজনৈতিক নির্দেশে কাজ করে তাহলে কোনোদিন সফল হতে পারে না। আমরা তাই গোড়া থেকেই কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলাম। কিন্তু ঘটনার পরেই তাৎক্ষণিক ভাবে নির্যাতিতার বাবা-মা’র আবেদনে সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আমরাও তাই আপত্তি করিনি। কিন্তু এখন একশো দিন পেরিয়ে যাওয়ার পর মানুষ দেখতে পাচ্ছেন সিবিআই তদন্ত আগের দুর্নীতির তদন্তগুলির মতোই কী ভাবে আইনের বদলে লাইনে চলছে। তাই সিবিআই দপ্তরেও প্রতিবাদ হবে।"  

'আর কত সময় চাই, জবাব দাও সিবিআই' এই স্লোগানকে সামনে রেখে কাল সিবিআই দফতর অভিযানে যাচ্ছে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment