দুর্নীতি, প্রোমোটার রাজ, তোলা বাজি, অবিলম্বে হাওড়া কর্পোরেশন নির্বাচন এবং সুষ্ঠ নাগরিক পরিষেবা দাবিতে হাওড়া কর্পোরেশন বাঁচাও-বাংলা বাঁচাও অভিযানকে কেন্দ্র করে শুক্রবার ধুমধুমার ঘটনা ঘটে হাওড়া কর্পোরেশনের সামনে। সিপিআই(এম) হাওড়া জেলা কমিটির উদ্যোগে ১৫ দফা দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযান ও কর্পোরেশনের কমিশনারকে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের বাধা অতিক্রম করে হাওড়া কর্পোরেশনের গেটের সামনে পৌঁছায় সিপিআই(এম) কর্মীরা। পুলিশের সাথে ধস্তাধস্তি ও ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা। পরে চাপে পড়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা ও ডেপুটেশন জমা নিতে বাধ্য হন কমিশনার।
দীর্ঘ সাত বছর হাওড়া কর্পোরেশনের নির্বাচন বন্ধ। কোন নির্বাচিত পৌর বোর্ড না থাকায় চরম অসুবিধায় পড়েছেন হাওড়ার মানুষ। ২০১৮ সালের পর থেকে প্রশাসক নিযুক্ত করে পরিচালিত হচ্ছে হাওড়া কর্পোরেশন। গত অক্টোবর মাসের শেষে আচমকাই প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান পদত্যাগ করায় কমিশনারকে প্রশাসক নিয়োগ করে পরিচালিত হচ্ছে হাওড়া কর্পোরেশন। নির্বাচিত পৌর প্রতিনিধি না থাকায় নাগরিকদের অভিযোগ জানানোর অধিকার যেমন খর্ব হচ্ছে, তেমনি এলাকার প্রতিদিনের সমস্যার কোন সুরাহা হচ্ছে না। হাওড়া শহরের বাসিন্দারা নাগরিক অধিকার এবং পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাওড়া বাসীর দীর্ঘদিনের পৌর সমস্যা সমাধানের জন্যই হাওড়া কর্পোরেশন অভিযান বলে জানান সিপিআই( এম) হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ।
অভিযানকে কেন্দ্র করে হাওড়া শহরের পিলখানা, কদমতলা বাসস্ট্যান্ড, অনিল বিশ্বাস ভবন ও শিবপুর ট্রাম ডিপো থেকে চারটি বিশাল মিছিল এসে জড়ো হয় হাওড়া কর্পোরেশনের সামনে। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় সিপিআই(এম) কর্মীরা। মিছিল আটকাতে কর্পোরেশনের সামনে বিশাল ব্যারিকেড তৈরি করে পুলিশ। ব্যারিকেড ভাঙতে চেষ্টা করে কর্মীরা। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। ব্যারিকেডের অপর দিক থেকে পুলিশ কর্মীরা সিপিআই(এম) কর্মীদের গালিগালাজ করলে উত্তেজিত হয়ে ওঠেন কর্মীরা। প্রতিবাদে মহাত্মা গান্ধী রোডে বসে অবস্থান শুরু করেন তাঁরা। চলে বিক্ষোভ সভা। সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, পরেশ পাল, জয়ন্ত মুখার্জি, সুমিত্র অধিকারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সুমিত্র অধিকারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল কর্পোরেশনের কমিশনারকে ডেপুটেশন জমা দিতে গেলে কমিশনার অফিস থেকে বলা হয় কমিশনার ডেপুটেশন জমা নিতে পারবেন না। একথা শোনামাত্র প্রতিবাদে সরব হন প্রতিনিধি দলের সদস্যরা। কমিশনারের ঘরের সামনেই অবস্থান শুরু করার হুশিয়ারি দেবার পর বাধ্য হয়ে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে ডেপুটেশন গ্রহণ করতে বাধ্য হন কমিশনার।
বিক্ষোভ সভায় দিলীপ ঘোষ বলেন, বর্তমান রাজ্য সরকার কর্পোরেশন, সমবায় এমনকি স্কুল কলেজে নির্বাচন করতে চায় না। নিজেদের পছন্দের লোকদের জোর করে বসিয়ে ক্ষমতা ভোগ করতে চায়। তিনি বলেন, দীর্ঘ সাত বছর হাওড়া কর্পোরেশনের ভোট না করে নিজের ক্ষমতা দখল করতে চায় শাসক দল। তিনি অভিযোগ করে বলেন, এই সাত বছর কর্পোরেশনের খরচের হিসাবের কোন অডিট হয়নি। হাওড়া কর্পোরেশনের প্রতিটি দপ্তর দুর্নীতির আখরায় পরিণত হয়েছে। পরিশ্রুত পানীয় জলের সাথে ডিপ টিউবওয়েল জল মিশিয়ে হাওড়া বাসীর কাছে অপরিশ্রুত জল সরবরাহ করছে হাওড়া কর্পোরেশন। তিনি আরও বলেন, হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। হাওড়া শহরের যত্রতত্র ময়লা পড়ে থাকছে। তা থেকে পরিবেশ দূষিত হচ্ছে। তিনি দাবি করেন অবিলম্বে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করতে হবে। সুষ্ঠ নাগরিক পরিষেবা থেকে যাতে নাগরিকেরা বঞ্চিত না হন তার জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান দিলীপ ঘোষ।
CPI(M) Protests
দ্রত নির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযান সিপিআই(এম)’র
×
Comments :0