লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন মামলা লড়ার জন্য কিন্তু বকেয়া হার কমছে না, রাজ্য সরকারের ডিএ বাড়ানো প্রসঙ্গে একথা বললেন
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থদপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হলো। এত দিন তারা ১৪ শতাংশ হরে ডিএ পেতেন। যা বেড়ে হলো ১৮ শতাংশ। এই ডিএ বৃদ্ধির পরও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে প্রায় ৩৫ শতাংশ ফারাক থেকে গেলো।
ডিএ প্রসঙ্গে সেলিম বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ডিএ বাড়িয়ে দিয়েছে ৪ শতাংশ। ডিএ নিয়ে এত আন্দোলন সংগ্রাম হলো। এখনও মামলা মোকদ্দমা চলছে। লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন মামলা লড়ার জন্য কিন্তু বকেয়া হার কমছে না। বকেয়া দিচ্ছেন না। তিনি এতো দিন বলতেন কোনও বকেয়া নেই। ডিএ দেব কেন। ওটা প্রাপ্য নয়।"
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রয়েই গেলো। ৪ শতাংশ বৃদ্ধির করা বাজেটে বলা হয়েছে। কিন্তু ৩৯ শতাংশ ডিএ অপ্রাপ্তি ছিল এখন ৩৫ শতাংশ ডিএ কম পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।"
DA
মহার্ঘ ভাতায় বকেয়া আসলে বিপুলই বললো সিপিআই(এম)
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24097/67acce64cc52f_DA.jpg)
×
Comments :0