ভারত প্রসঙ্গে প্রকাশিত সংবাদকে ‘অনুমান নির্ভর’ এবং ’অসত্য’ বলল কানাডা। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যায় চক্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জড়িত বলে প্রকাশিত হয় ওই সংবাদ।
শুক্রবার এই সংবাদকে খণ্ডন করে বিবৃতি দিয়েছে কানাডার প্রিভি কাউন্সিল, সই করেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জাতীয় সুরক্ষা প্রতিষ্ঠান এবং গোয়েন্দা পরামর্শদাতা নাথাল জি ড্রোউন।
কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে সেদেশের মাটিতে খালিস্তানপন্থীদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগকে কেন্দ্র করে। কানাডা অভিযোগ জানিয়েছে সেদেশে ভারতের রাষ্ট্রদূতের বিরুদ্ধেও। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও তুলেছে অভিযোগ।
তবে শুক্রবার কানাডার বিবৃতিতে বলা হয়েছে যে সরকারের কাছে এমন কোনও তথ্য নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এদেশের মাটিতে কোনও গুরুতর অপরাধমূলক কার্যকলাপে জড়িত।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর জনজীবনে সুরক্ষার বিপদ জানতে পেরে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং আধিকারিকরা প্রকাশ্যে ভারত সরকারের এজেন্টদের বিরুদ্ধে এদেশের মাটিতে গুরুতর অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল।
কানাডার ‘দ্যা গ্লোব’ এবং ‘মেইল’ সংবাদ প্রতিষ্ঠান দু’টি মোদী, জয়শঙ্কর এবং দোভাল জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেছিল।
India Canada
অপরাধে মোদীর জড়িত থাকার সংবাদকে খারিজ করল কানাডা
×
Comments :0